দিল্লি, 4 ডিসেম্বর : "আমাদের বিজ্ঞানীরা কোরোনার ভ্যাকসিন তৈরিতে সফল হওয়ার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী । সুলভ ও নিরাপদ ভ্যাকসিন নিয়ে বিশ্ব নজর রাখছে ।" কোরোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
তিনি বলেন, ভ্যাকসিন বণ্টন নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা হয়েছে ৷ দেশে তিনটি পৃথক কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে ৷ ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ৷ সবুজ সংকেত মিললেই দেশে ভ্যাকসিন মিলবে ৷
রাজ্যগুলির সঙ্গে কথাবার্তার মাধ্যমেই ভ্যাকসিনের দাম ঠিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি জানান, প্রথম দফায় প্রথম সারির কর্মী থেকে স্বাস্থ্য কর্মী, তারপর সংকটজনক অবস্থায় থাকা মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
তিনি আরও বলেন, "কেন্দ্র ও রাজ্য একজোট হয়ে ভ্যাকসিনের বিষয়ে কাজ করছে । কীভাবে ভ্যাকসিন সরবরাহ করা যায় তার জন্য একটি নেটওয়ার্ককেও কাজে লাগাবে সরকার ।" বিভিন্ন দলের নেতাদের ভ্যাকসিন সম্পর্কে পরামর্শ লিখিতভাবে জানাতে বলেন তিনি ।
এদিকে দেশে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা 40 হাজারের নিচেই ৷ গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 36 হাজার 594 জন ৷ মৃত্যু হয়েছে 540 জনের ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 95 লাখ 71 হাজার 559 ৷