নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : পিএম কেয়ার্স ফান্ড (PM-CARES Fund) কেন্দ্রীয় সরকারের কোনও তহবিল নয় ৷ এটি সম্পূর্ণভাবে একটি সেবামূলক তহবিল (charitable trust) ৷ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে (Delhi High Court) এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর (PMO) ৷ উল্লেখ্য, করোনা আবহে 2020 সালের মার্চ মাসে পিএম কেয়ার্স তৈরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তাঁর দাবি ছিল, করোনার বিরুদ্ধে লড়াই করতেই এই তহবিল তৈরি করা হচ্ছে ৷ যাতে বিপদে পড়া মানুষকে সাহায্য করা যায় ৷ কিন্তু, প্রথম থেকেই এনিয়ে বিতর্ক শুরু হয় ৷ পিএম কেয়ার্সে জমা পড়া টাকার হিসাব এবং তা কোথায়, কীভাবে খরচ করা হচ্ছে, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে ৷ এমনকী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন থেকে পিএম কেয়ার্সে দেওয়ার জন্য জোরজবরদস্তি টাকা কাটারও অভিযোগ ওঠে ৷ অবিজেপি রাজনৈতিক দলগুলিও এনিয়ে সরব হয় ৷ তার জেরেই গোটা ঘটনা গড়ায় আদালত পর্যন্ত ৷
আরও পড়ুন :Jagdeep Dhankhar : পিএম কেয়ার্সের টাকায় রাজ্য়ে কোভিড হাসপাতাল ডিআরডিও-র, উচ্ছ্বসিত রাজ্যপাল
তথ্য জানার অধিকার (Right to Information Act) আইনের আওতায় পিএম কেয়ার্সের হালহকিকত জানতে চেয়ে পিএমও-র কাছে বেশ কিছু আবেদন জমা পড়ে ৷ আদালতেও এনিয়ে একাধিক মামলা রুজু হয় ৷ কিন্তু পিএমও সেই তথ্য দিতে অস্বীকার করে ৷ পিএমওর সচিব প্রদীপকুমার শ্রীবাস্তব (Pradeep Kumar Srivastava) জানিয়েছেন, দেশের আইন মোতাবেক, পিএম কেয়ার্সের তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয় ৷