মুম্বই, 17 এপ্রিল: রাজ্যে অক্সিজেনের অভাব, সঙ্কটে মরণাপন্ন কোভিড-19 রোগী, তাও ফোনে সে কথা জানাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ কারণ তিনি তো "বাংলায় পরিবর্তন আনতে প্রচারে ব্যস্ত", জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ এমনকি কেন্দ্রের কাছে অক্সিজেনের আবেদন করার দু'দিন পর তার উত্তর পেয়েছেন তিনি, দাবি তাঁর ৷
এমনকি দেশে প্রথম থেকেই ভয়াবহ অবস্থা যে রাজ্যের, সরকারের তরফে সেই রাজ্যের শাসকের আবেদনের উত্তর দিতে দু'দিন কেটে গিয়েছে ৷
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের দাবি তিনি টুইটে ঠাকরেকে আশ্বস্ত করেছিলেন যে পর্যাপ্ত আর নিরবচ্ছিন্ন মেডিক্যাল অক্সিজেন আর 1,121 টি ভেন্টিলেটরও পাঠানো হবে মহারাষ্ট্রে ৷ কেন্দ্রীয় মন্ত্রীর এই টুইটের আগেই আরেক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ঠাকরে সোশ্যাল মিডিয়ায় ঠাকরের কঠিন সমালোচনা করেন, "এমনকি এও জানান যে মহারাষ্ট্র এখনো পর্যন্ত খুব ভাল মানের অক্সিজেন পেয়েছে, আর ঠাকরের আবেদনের আগের দিনই নাকি প্রধানমন্ত্রী কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে৷" তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী "হীন রাজনীতি" করছে আর তাঁর সরকার "অযোগ্য আর দুর্নীতিগ্রস্ত" বলে আঙুল তোলেন উদ্ধবের দিকে ৷ গোয়েলের এই টুইটের পরেই হর্ষ বর্ধন ঠাকরের প্রতি সহানুভূতি দেখিয়ে টুইট করেন ৷
এই বিতর্কের শুরু হয় ঠাকরে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যোগাযোগ করতে না পারার পর থেকে ৷ তখন মোদি বাংলায় প্রচারে ব্যস্ত ছিলেন ৷