পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kozhikode Medical College: দ্বাদশের ছাত্রী এমবিবিএস-এর প্রথম বর্ষের ক্লাসে, অন্ধকারে কর্তৃপক্ষ - দ্বাদশের ছাত্রী এমবিবিএস এর প্রথম বর্ষের ক্লাসে

দ্বাদশ শ্রেণির এক ছাত্রী এমবিবিএস এর প্রথম বর্ষের ক্লাসে টানা চারদিন উপস্থিত থাকল ৷ পঞ্চমদিন অনুপস্থিত থাকায় বিষয়টি নজরে আসে ৷ তার পরই হইচই শুরু হয়৷ ঘটনাটি কোঝিকোড় মেডিক্যাল কলেজের (Kozhikode Medical College) ৷

Plus Two student attends first year MBBS class at Kozhikode Medical College
Kozhikode Medical College: দ্বাদশের ছাত্রী এমবিবিএস-এর প্রথম বর্ষের ক্লাসে, অন্ধকারে কর্তৃপক্ষ

By

Published : Dec 9, 2022, 5:19 PM IST

কোঝিকোড়, 9 ডিসেম্বর: কোঝিকোড় মেডিক্যাল কলেজে (Kozhikode Medical College) একটি অদ্ভুত ঘটনা ঘটেছে ৷ দ্বাদশ শ্রেণির এক ছাত্রী (Plus Two Student) এমবিবিএস এর প্রথম বর্ষের ক্লাসে (First Year MBBS Class) টানা চারদিন উপস্থিত থেকেছে ৷ এমনকী, নিজের উপস্থিতিও নথিভুক্ত করিয়েছে ৷ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নজরেই আসেনি বিষয়টি ৷

পঞ্চম দিনে যখন মেয়েটি ক্লাসে আসেনি, তখন বিষয়টি নজরে আসে ৷ অধ্যক্ষ মেয়েটির খোঁজখবর নেন ৷ সেই সময়ই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে ৷ অধ্যক্ষ জানতে পারেন যে ভর্তির তালিকায় ওই মেয়েটির নামই নেই ৷ তবে তাঁর উপস্থিতি নথিভুক্ত হয়েছে ৷

এরপর অধ্যক্ষ কোঝিকোড় মেডিক্যাল কলেজ থানায় অভিযোগ দায়ের করেন । এদিকে মেয়েটি আবার অনেককে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে জানিয়েছিল যে তিনি এমবিবিএসে ভর্তি হয়েছেন । পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে যে মেয়েটি এখনও দ্বাদশ শ্রেণিতে পড়ে ৷ ওষুধ সম্পর্ক আরও জানার আগ্রহ থেকে মেয়েটি এমন ভুল পদক্ষেপ করেছেন ৷ অন্যদিকে কীভাবে মেয়েটির নাম হাজিরা খাতায় অন্তর্ভুক্ত হল, তা জানতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ।

ওই মেডিক্যাল কলেজের সহকারি অধ্যক্ষ ড. সজিত কুমার বলেন, "এখন পর্যন্ত কোঝিকোড় মেডিক্যাল কলেজে এমন ঘটনা ঘটেনি । তাই কেউই এটা আশা করেননি । শিক্ষার্থীদের ক্লাসরুমে ভর্তি করার আগে প্রতিটি প্রবেশপত্র যাচাই করতে হবে । কিন্তু শিক্ষার্থীরা প্রথম দিকে আসার কারণে যখন ক্লাস শুরু হতে দেরি হয়ে গেল, তখনই তাঁরা তাড়াহুড়ো করে বাধ্যতামূলক যাচাই ছাড়াই ভর্তি করা হয়েছে, কর্মীরা এটাই জানিয়েছে ৷ আমরা বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করি এবং তারপরে ওই ছাত্রীকে আর পাওয়া যায়নি ৷’’

আরও পড়ুন:নাবালিকা সন্তানের যৌন নির্যাতনে সাহায্য ধর্ষককে, 14 বছরের হাজতবাস মায়ের

ABOUT THE AUTHOR

...view details