পশ্চিমবঙ্গ

west bengal

ভারতে সংখ্যালঘুদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, দাবি মেহবুবার

By

Published : Jan 7, 2021, 7:05 PM IST

চলতি মাসের 5 তারিখ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। আজ, বৃহস্পতিবার তাঁর সফর শেষ হওয়ার কথা। সেই সফরে তামিলদের প্রসঙ্গে শ্রীলঙ্কা সরকারের পদক্ষেপ নিয়ে মন্তব্য করেন বিদেশমন্ত্রী। তিনি জানান, তামিলদের সুবিচার ও সমানাধিকার দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে শ্রীলঙ্কা। আর এই মন্তব্যের পাল্টা হিসেবেই বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিয়েছেন মেহবুবা।

Plight of minorities in India getting worse: Mufti
ভারতে সংখ্যালঘুদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, দাবি মেহবুবার

শ্রীনগর, 7 জানুয়ারি: দেশে সংখ্যালঘুদের অবস্থা প্রতিদিনই খারাপ হচ্ছে। অথচ নয়াদিল্লি রোজ অন্য দেশকে শেখাচ্ছে যে কীভাবে সংখ্যালঘুদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার এই অভিযোগ তুললেন পিডিপি-র সভানেত্রী মেহবুবা মুফতি। এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের জবাব দিতে গিয়ে এই অভিযোগ করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

চলতি মাসের 5 তারিখ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। আজ, বৃহস্পতিবার তাঁর সফর শেষ হওয়ার কথা। সেই সফরে তামিলদের প্রসঙ্গে শ্রীলঙ্কা সরকারের পদক্ষেপ নিয়ে মন্তব্য করেন বিদেশমন্ত্রী। তিনি জানান, তামিলদের সুবিচার ও সমানাধিকার দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে শ্রীলঙ্কা। আর এই মন্তব্যের পাল্টা হিসেবেই বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিয়েছেন মেহবুবা।

আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হওয়া উচিত, ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী

এদিন একটি টুইট করেন। সেই টুইটে লেখেন, "কীভাবে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার করা উচিত, তা নিয়ে অন্য দেশকে শেখাচ্ছেন। অথচ ভারতে সংখ্যালঘুদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে।" দেশের অগ্রগতির জন্য সামাজিক সংহতি খুব প্রয়োজন বলে দাবি করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী। তিনি এই জানিয়েছেন, ভারতেও এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

ABOUT THE AUTHOR

...view details