পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Plea in SC to enquire Agnipath Protest: এবার সুপ্রিম কোর্টে অগ্নিপথ, বিক্ষোভের তদন্তে সিট গঠনের আবেদন

এবার সুপ্রিম কোর্টে পৌঁছে গেল অগ্নিপথ বিতর্ক (Plea in SC to enquire Agnipath Protest)৷ অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে হওয়া বিক্ষোভের তদন্তে সিট গঠনের আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে (Agnipath Scheme Protest)৷

Plea moved in Supreme Court seeking directions to setup SIT to enquire Agnipath Protest
থাম্বনেইল

By

Published : Jun 18, 2022, 12:30 PM IST

Updated : Jun 18, 2022, 12:46 PM IST

নয়াদিল্লি, 18 জুন:অগ্নিপথ প্রকল্পের রেশ এ বার গিয়ে পড়ল সুপ্রিম কোর্টে (Plea in SC to enquire Agnipath Protest)৷ এই প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে যে বিক্ষোভের আগুন, তার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিতে পিটিশন দায়ের হল শীর্ষ আদালতে ৷ আন্দোলনের জন্য রেলওয়ে-সহ সরকারি সম্পত্তির যাঁরা ক্ষয়ক্ষতি করেছে, সে বিষয়েও তদন্তের আবেদন করা হয়েছে পিটিশনে (Agnipath Scheme Protest)৷

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ ৷ এই প্রকল্প পরীক্ষা-নীরিক্ষার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে পিটিশনে ৷ বলা হয়েছে, এই প্রকল্প সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে তা এই কমিটি খতিয়ে দেখুক (Plea moved in Supreme Court seeking directions to setup SIT to enquire Agnipath Protest)৷

আরও পড়ুন:MHA on Agniveers : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের

Last Updated : Jun 18, 2022, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details