দিল্লি, 14 জানুয়ারি : হোয়াটসঅ্য়াপের পরিবর্তিত প্রাইভেসি পলিসির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করলেন এক আইনজীবী। যেখানে মোবাইল ম্য়াসেজ়িং অ্য়াপ হোয়াটসঅ্য়াপের বিরুদ্ধে ব্য়ক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ এনেছেন চৈতন্য় রোহিল্লা নামে ওই আইনজীবী। তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যাতে হোয়াটসঅ্য়াপের নয়া পলিসির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
হোয়াটসঅ্য়াপের বিরুদ্ধে করা মামলায় আইনজীবী রোহিল্লা অভিযোগ জানিয়েছেন, "স্বেচ্ছাচারী" পদ্ধতিতে হোয়াটসঅ্য়াপ তাদের এই প্রাইভেসি পলিসি নিয়ে আসছে। এমনকি তার গ্রাহকেদের হোয়াটসঅ্য়াপের সব শর্ত মানতে বাধ্য় করা হচ্ছে। আর তা না করলে হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট আগামী 8 ফেব্রুয়ারি থেকে বন্ধ করে দেবে সংস্থা। মামলাকারী অভিযোগ করেছেন, হোয়াটসঅ্য়াপের এই পলিসি দেশের কোটি কোটি গ্রাহকের ব্য়ক্তি স্বাধীনতাকে খর্ব করবে। আর ভারতীয় সংবিধানের 3নং ধারায় ব্য়ক্তি স্বাধীনতাকে নৈতিক অধিকার হিসেবে গণ্য় করা হয়েছে।