নয়াদিল্লি, 15 মে : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে জেলা হাসপাতালগুলিকে উপযুক্ত পরিকাঠামো দিয়ে ঢেলে সাজানো হোক ৷ আরও বেশি করে টিকা তৈরি করা হোক ৷ বসানো হোক অক্সিজেন প্লান্ট ৷ আর এই সবকিছুর জন্য খরচ করা হোক পিএম কেয়ার্সের টাকা ৷ এই দাবিতেই এবার মামলা রুজু হল দেশের শীর্ষ আদালতে ৷
আদালত সূত্রে খবর, সংশ্লিষ্ট মামলাটি করেছেন বিপ্লব শর্মা নামে একজন আইনজীবী ৷ তাঁর আবেদন, সুপ্রিম কোর্ট অবিলম্বে নির্দেশ দিক, যাতে দেশের 738 টি জেলা হাসপাতালে কোভিড চিকিৎসার পরিকাঠামো ঢেলে সাজানো হয় ৷ প্রসঙ্গত, এই হাসপাতালগুলির সবক’টিতেই বিনামূল্য়ে করোনা চিকিৎসার ব্যবস্থা রয়েছে ৷
একইসঙ্গে মামলাকারীর আর্জি, আদালত কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও নির্দেশ দিক, যাতে তাদের এলাকায় থাকা বেসরকারি ও বিভিন্ন স্বেচ্ছসেবী সংগঠনের হাসপাতালগুলিতেও মেডিক্য়াল অক্সিজেন দেওয়ার পরিষেবা অবিলম্বে চালু করা যায় ৷
সংশ্লিষ্ট মামলায় আইনজীবী বিপ্লব শর্মার আবেদন, কোভিড আবহে যাতে মৃতদের শেষকৃত্যে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে বৈদ্য়ুতিক চুল্লির সংখ্যা বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শেষকৃত্য সংক্রান্ত সমস্ত ব্যবস্থাপনা করা হোক ৷
একইসঙ্গে, সমস্ত সাংসদ এবং বিধায়করাও যাতে তাঁদের হাতে থাকা (সাংসদ ও বিধায়ক তহবিলের) টাকা করোনা মোকাবিলায় পরিকাঠামো তৈরিতে ব্য়বহার করেন, আদালতকে সেই নির্দেশ দেওয়ারও আবেদন করেছেন বিপ্লব ৷
আরও পড়ুন :মেডিক্যাল অক্সিজেনের ঘাটতি কমাতে পিএম কেয়ার ফান্ডের টাকায় 551টি প্লান্ট
এছাড়া, করোনা চিকিৎসায় ব্য়বহৃত বিভিন্ন সামগ্রীর আমদানির উপর কেন্দ্রীয় সরকার যে তিনমাসের কর ছাড় দিয়েছে, গত 24 এপ্রিলের সেই নির্দেশিকাকেও চ্য়ালেঞ্জ করা হয়েছে এই মামলায় ৷ মামলাকারীর বক্তব্য, মাত্র তিন মাসের এই কর ছাড় বর্তমান পরিস্থিতিতে খুবই কম সময় ৷ এইটুকু সময়ের মধ্যে প্রয়োজনীয় সমস্ত পণ্য আমদানি করা সম্ভব নয় ৷