নয়াদিল্লি, 17 এপ্রিল: আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফের খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবিতে সুপ্রিম কোর্ট মামলা দায়ের হল ৷ শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে যাতে নিরপেক্ষ কমিটি গঠন করা হয় সেই আবেদন করা হয়েছে ৷ বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন ৷ পাশাপাশি, আবেদনে এও বলা হয়েছে, 2017 সালের পর থেকে উত্তরপ্রদেশে মোট 183টি এনকাউন্টার হয়েছে ৷ সেই সব ঘটনার তদন্তের নির্দেশ দিক সর্বোচ্চ আদালত ৷
শনিবার রাতে প্রয়াগরাজে গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ ৷ হাতকড়া পরানো অবস্থায় বিশাল পুলিশি নিরাপত্তার মাঝে ওই দুই কুখ্যাত আসামীকে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে আতিক এবং আশরাফ এগিয়ে আসেন ৷ ঠিক তখনই তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে তাদের উপর হামলা চালায় ৷ তাদের লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান দুই গ্যাংস্টার ৷
মামলাকারী আইনজীবী আদালতে জানিয়েছেন, উত্তরপ্রদেশ পুলিশের তরফে দাবি করা হয়েছে 2017 সালে যোগী আদিত্যনাথের সরকারের আমলে এখনও পর্যন্ত 183 জন কুখ্যাত অপরাধীকে এনকাউন্টারে খতম করা হয়েছে ৷ যা একটি গণতান্ত্রিক দেশের আইনি ব্যবস্থার বিরুদ্ধাচরণ ৷ গণতন্ত্রের শাসনে কখনই পুলিশ প্রশাসন চূড়ান্ত শাস্তি দিতে পারে না ৷ আর এটা হলে, তা আইন ব্যবস্থা তথা বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা হারাবে ৷ অপরাধীদের শাস্তি দেওয়া অধিকার কেবলমাত্র বিচার ব্যবস্থার আছে ৷