রায়পুর (ছত্তীশগড়), 31 ডিসেম্বর: সকলের অগোচরে বাড়ির উঠোনে ফেলে দেওয়া হত এক টুকরো কাগজ ৷ যে কাগজে পেন দিয়ে ইংরেজিতে তিনটি লাইন লেখা ৷ প্রথম লাইনে ‘সেক্স প্লে বয়’ (Playboy Slip) ৷ দ্বিতীয় লাইনে রকি ৷ আর তৃতীয় তথা শেষ লাইনে একটি ফোন নম্বর ৷
ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের (Chhattisgarh) রায়পুরে ৷ সেখানকার তিন নম্বর সেক্টরের একাধিক বাড়িতে এই ধরনের কাগজের টুকরো একাধিক দিন পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ প্রথমে স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ কেউ কেউ মনে করেছিলেন নেহাতই দুষ্টুমি করে এই কাণ্ড ঘটানো হচ্ছে ৷
স্থানীয়দের বক্তব্য, পরে দেখা যায় প্রায় প্রতিটি বাড়িতেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ ফলে এই নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে ৷ তখনই বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেন এলাকার বাসিন্দারা ৷ সেই মতো পুলিশের কাছে অভিযোগও করা হয় ৷
রায়পুরের (Raipur) তিন নম্বর সেক্টর এলাকাটি আবার স্থানীয় রাখি থানার (Rakhi Police Station) অধীনে পড়ছে ৷ ফলে সেখানেই অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা ৷ শুরু হয় পুলিশি তদন্ত ৷ প্রথমে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ কিন্তু এই নিয়ে কোনও সূত্রই পাওয়া যায়নি ৷