পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড-19-এর চিকিৎসা থেকে বাদ পড়তে পারে প্লাজ়মা থেরাপি

গত বছর দেশে করোনা সংক্রমণে সুস্থ হওয়ার ক্ষেত্রে প্লাজ়মা থেরাপি অনুমোদন করেছিল আইসিএমআর ৷ এ বছর করোনার দ্বিতীয় ঢেউয়ে এ নিয়ে ধন্দে রয়েছেন বিশেষজ্ঞরা ৷ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি ৷

প্লাজমা থেরাপি
প্লাজমা থেরাপি

By

Published : May 16, 2021, 6:53 AM IST

Updated : May 16, 2021, 7:41 AM IST

নিউ দিল্লি, 16 মে : কোভিড-19-এর ক্লিনিকাল ট্রায়ালের প্রোটোকল থেকে বাদ পড়তে পারে প্লাজ়মা থেরাপি ৷ শনিবার বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷

শুক্রবার দেশের কোভিড-19 সংক্রমণ প্রতিরোধের ন্যাশনাল টাস্ক ফোর্স এ বিষয়ে একটি বৈঠক করেন । সেখানে বহু সংখ্যক করোনা রোগীর ক্ষেত্রে এই পদ্ধতি খুব একটা "কার্যকারী" নয় বলে জানান বিশেষজ্ঞরা ৷ বিশেষজ্ঞেরা প্রমাণ ও পরীক্ষার ফলাফল থেকে এই কথা জানিয়েছেন ৷ তবে, সূত্রানুযায়ী এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে ৷

আরো পড়ুন : অক্সিজেনের ট্য়াঙ্ক খালি হয়ে যাওয়ার পরও 270 জনের প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এই বিষয়ে কোনও উপদেষ্টা নিয়োগ করতে পারে ৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই চাহিদা বাড়ছে প্লাজ়মা ডোনারের ৷ যদিও একদল বিশেষজ্ঞ কোভিড-19 রোগীদের ক্ষেত্রে এর উপকারিতা নিয়ে চিন্তিত ৷ উল্লেখ্য, গত বছরের 17 নভেম্বর আইসিএমআর প্লাজ়মা থেরাপি ব্যবহারকে অনুমোদন দিয়েছিল ৷

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন সংক্রমণের সংখ্যার থেকেও সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে ৷ দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 3 লাখ 26 হাজার 98 আর সুস্থ রোগীর সংখ্যা 3 লাখ 53 হাজার 299 । মৃত্যু হয়েছে 3 হাজার 890 জনের ৷

Last Updated : May 16, 2021, 7:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details