পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PK takes a dig at PM: আসল লড়াইটা 2024-এই হবে সাহেব ! নমোকে বিঁধলেন পিকে - প্রশান্ত কিশোরের টুইট

বিধানসভা নির্বাচনের ফলাফলে পাঁচে চার পেলেও, সেই ফল কখনওই লোকসভা নির্বাচনে প্রতিফলিত হবে না (PK takes a dig at PM)৷ আসল লড়াইটা 2024 সালেই হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের জবাব দিয়ে এ কথা বললেন প্রশান্ত কিশোর (Prashant Kishor attacks PM Modi)৷

pk-takes-a-dig-at-pm-for-creating-frenzy-over-assembly-results
আসল লড়াইটা 2024-এই হবে সাহেব ! নমোকে বিঁধলেন পিকে

By

Published : Mar 11, 2022, 4:02 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ:পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ‘চৌকা’ হাঁকিয়েছে বিজেপি ৷ এ ভাবেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ার জয়কে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, 2022-এর এই ফলই 2024 সালের লোকসভা নির্বাচনের (Battle for 2024 polls) আভাস দিচ্ছে ৷ তবে প্রধানমন্ত্রীর এই ব্যাখ্যাকে চতুর প্রচেষ্টা হিসেবে কটাক্ষ করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (PK takes a dig at PM)৷ মোদিকে 'সাহেব' বলে খোঁচা দিয়ে পিকে সাফ জানিয়ে দিলেন, আসল লড়াইটা হবে 2024-এই ৷

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বিপুল সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "অনেকেই বলেছিলেন যে, 2019 সালের সাধারণ নির্বাচনের ভাগ্য 2017 সালের উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফলেই ঘোষিত হয়ে গিয়েছিল ৷ এখনও সেই একই কথা প্রযোজ্য...2022 সালের উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল থেকেই 2024 সালের সাধারণ নির্বাচনের ফলাফল স্পষ্ট দেখা যাচ্ছে ৷"

আরও পড়ুন:Modi on BJPs Win in UP : উত্তরপ্রদেশের ফলাফল আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করল, আত্মবিশ্বাসী মোদি

প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র কটাক্ষ করেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor news) ৷ সরাসরি মোদির নাম না করে তিনি টুইটে (Prashant Kishor tweet) লিখেছেন, "ভারতের জন্য আসল লড়াই ও সিদ্ধান্ত হবে 2024 সালেই ৷ এটা কোনও বিধানসভা নির্বাচনে হবে না সাহেব ! বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক সুবিধা প্রতিষ্ঠার জন্য এটা একটা চতুর প্রচেষ্টা। এই ভুল ব্যাখ্যা শুনবেন না বা এর অংশীদার হবেন না ৷"

এক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোটকুশলী থাকলেও সেই অবস্থান থেকে সরে এসে সাম্প্রতিক সময়ে বারবার মোদির সঙ্গে সম্মুখসমরে যেতে দেখা গিয়েছে পিকে-কে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটকুশলী হিসেবে রাজ্যের বিধানসভা নির্বাচনেও বিজেপিকে পর্যুদস্ত করে ছেড়েছে তাঁর রাজনৈতিক মস্তিষ্ক ৷ দেশের রাজনীতিকে একেবারে সামনে থেকে পর্যালোচনা করা এই মানুষটির আজকের হুঁশিয়ারি থেকে রাজনৈতিক মহলের ধারণা, 2024 সালের জন্যও কিছু ভাবা রয়েছে প্রশান্ত কিশোরের ৷ লড়াইটা কোন দিকে গড়ায়, তার উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন :Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

ABOUT THE AUTHOR

...view details