নয়াদিল্লি, 31 মার্চ: 2030 সালের মধ্যে ভারতের রফতানি বাণিজ্যকে 2 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়াই নয়া নীতির লক্ষ্য ৷ শুক্রবার বৈদেশিক বাণিজ্য নীতি 2023-এর উদ্বোধন করে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল ৷ শনিবার, অর্থাৎ 1 এপ্রিল (2023) থেকে এই নয়া নীতি কার্যকর হবে ৷
বৈদেশিক বাণিজ্য নীতি 2023 বা এফটিপি 2023 সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেল সন্তোষ সারাঙ্গি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, চলতি বৈদেশিক বাণিজ্য নীতিটির মেয়াদ পাঁচ বছর ৷ কিন্তু, নয়া নীতির ক্ষেত্রে তেমন কোনও সময়সীমা থাকছে না ৷ তাই যখন যেমন প্রয়োজন হবে, তেমনভাবেই এটি সংশোধিত ও বর্ধিত করা যাবে ৷
সন্তোষ আরও জানিয়েছেন, ইতিমধ্য়েই ভারতের রফতানি বাণিজ্য 7 হাজার 760 বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়ে ফেলেছে ৷ চলতি অর্থবর্ষের শেষ দিনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরলে এই একবছরে (2022-23 অর্থবর্ষ) ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ হবে 760 থেকে 770 বিলিয়ন মার্কিন ডলার ৷ আগের অর্থবর্ষে (2021-22) এই পরিমাণটিই ছিল 676 বিলিয়ন মার্কিন ডলার ৷ এর আগে যে পঞ্চবার্ষিকী বৈদেশিক বাণিজ্য নীতি ভারত কার্যকর করেছিল, তা শুরু হয়েছিল 2015 সালের 1 এপ্রিল ৷ কিন্তু, পরবর্তীতে একাধিকবার সেটিকে সংশোধিত করা হয় এবং সেটির মেয়াদ বাড়ানো হয় ৷ মূলত করোনা অতিমারির কারণেই এই পদক্ষেপ করতে হয় সরকারকে ৷ শেষবার 2022 সালের সেপ্টেম্বর মাসে এটির মেয়াদ বাড়ানো হয় 2023 সালের 31 মার্চ পর্যন্ত ৷