পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দ্বিতীয়বার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়নের, শুভেচ্ছা মোদির - নরেন্দ্র মোদি

কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন ৷ তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

pinarayi-vijayan-sworn-in-as-kerala-chief-minister-for-the-second-time-pm-modi-congratulates
দ্বিতীয়বার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়নের, শুভেচ্ছা মোদির

By

Published : May 20, 2021, 5:31 PM IST

তিরুবনন্তপুরম, 20 মে : দ্বিতীয়বার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শীর্ষ সিপিএম নেতা পিনারাই বিজয়ন ৷ বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে সেন্ট্রাল স্টেডিয়ামে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মুহম্মদ খান ৷ বিজয়নকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

শপথগ্রহণ অনুষ্ঠানে কোভিড প্রোটোকল মেনে সর্বাধিক 500 জনের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছিল ৷ কেরালায় বিজয়নই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পূর্ণ মেয়াদ সরকারে থাকার পর পুনরায় নির্বাচিত হয়ে ক্ষমতায় এলেন ৷ এর আগে, পরপর দু বার ক্ষমতায় আসেন সিপিআই নেতা সি অচ্যুতা মেনন ৷ তবে সেই মেয়াদ পুরো পাঁচ বছরের ছিল না ৷

এ বারের সরকারে বিজয়নের 21 জনের মন্ত্রিসভায় একমাত্র তিনিই পুরনো মুখ ৷ স্থান হয়নি করোনা আবহে ভালো কাজ করার জন্য প্রশংসিত বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজারও ৷

আরও পড়ুন:কেরালার স্বাস্থ্যমন্ত্রী সম্ভবত বীণা জর্জ, শুভেচ্ছা শৈলজার

সিপিএম, সিপিআই, কেসি(এম), জেডিএস, এনসিপি, ডিকেসি ও আইএনএল-এর সরকারের নেতৃত্বে আসায় বিজয়নকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "শ্রী পিনারাই বিজয়নজি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তাঁকে অভিনন্দন ৷"

পিনারাই বিজয়ন নিজের কাছেই রাখছেন স্বরাষ্ট্র, সংখ্যালঘু উন্নয়ন ও তথ্য-প্রযুক্তি দফতর ৷

ABOUT THE AUTHOR

...view details