তিরুঅনন্তপুরম, 30 অক্টোবর: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে আজ সর্বদল বৈঠক হয় ৷ যেখানে কোচির কালামাসেরিতে ধর্মীয় অনুষ্ঠানে ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে আলোচনা হয় ৷ সেই বৈঠকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একাধিক বিস্ফোরণের ঘটনায় সমাজের বিভিন্ন স্তরে যে অবিশ্বাস এবং অসহিষ্ণুতা তৈরির প্রচেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে ৷ এর জন্য সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলগুলি যৌথভাবে জন সেচতনতার গড়ে তোলার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷
সোমবার দুপুরে কেরলের মুখ্যমন্ত্রী সচিবালয়ের কনফারেন্স রুমে পিনারাই বিজয়নের নেতৃত্বে এই বৈঠক হয় ৷ বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সাধারণ মানুষের কাছে আবেদন করা হবে যাতে, বিস্ফোরণ নিয়ে কোনওরকম ভিত্তিহীন অভিযোগ, অপপ্রচার ও গুজবে কান না দেয় ৷ এতে শান্তি-শৃঙ্খলা ও আইন ব্যবস্থার অবনতি হতে পারে ৷ যার ফলে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে ৷’’
রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান ছিল ৷ জিহভাস উইটনেস সমাবেশ নামে ওই অনুষ্ঠানে প্রার্থনা চলাকালীন একের পর এক বিস্ফোরণ হয় ৷ যেখানে উনিশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্র বংশোদ্ভুত খ্রিস্টান ধর্মের মানুষরা জমায়েত করেছিলেন ৷ এই ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে ৷ এখনও পর্যন্ত অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷