পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kalamassery Serial Blast: কেরলে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার প্রস্তাবে সম্মতি সর্বদল বৈঠকে - Pinarayi Vijayan Leads All party Meet

Pinarayi Vijayan Leads All-party Meet: হিংসার পরিবেশ তৈরি করতে পারে, এমন গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান করা হল সর্বদলীয় বৈঠকে ৷ কালামাসেরিতে ধারাবাহিক বিস্ফোরণের পর আজ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে সর্বদল বৈঠক ডাকা হয় ৷ সেখানেই আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সকলে একসঙ্গে কাজ করার প্রতিজ্ঞা করেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 6:12 PM IST

তিরুঅনন্তপুরম, 30 অক্টোবর: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে আজ সর্বদল বৈঠক হয় ৷ যেখানে কোচির কালামাসেরিতে ধর্মীয় অনুষ্ঠানে ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে আলোচনা হয় ৷ সেই বৈঠকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একাধিক বিস্ফোরণের ঘটনায় সমাজের বিভিন্ন স্তরে যে অবিশ্বাস এবং অসহিষ্ণুতা তৈরির প্রচেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে ৷ এর জন্য সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলগুলি যৌথভাবে জন সেচতনতার গড়ে তোলার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷

সোমবার দুপুরে কেরলের মুখ্যমন্ত্রী সচিবালয়ের কনফারেন্স রুমে পিনারাই বিজয়নের নেতৃত্বে এই বৈঠক হয় ৷ বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সাধারণ মানুষের কাছে আবেদন করা হবে যাতে, বিস্ফোরণ নিয়ে কোনওরকম ভিত্তিহীন অভিযোগ, অপপ্রচার ও গুজবে কান না দেয় ৷ এতে শান্তি-শৃঙ্খলা ও আইন ব্যবস্থার অবনতি হতে পারে ৷ যার ফলে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে ৷’’

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান ছিল ৷ জিহভাস উইটনেস সমাবেশ নামে ওই অনুষ্ঠানে প্রার্থনা চলাকালীন একের পর এক বিস্ফোরণ হয় ৷ যেখানে উনিশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্র বংশোদ্ভুত খ্রিস্টান ধর্মের মানুষরা জমায়েত করেছিলেন ৷ এই ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে ৷ এখনও পর্যন্ত অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷

আরও পড়ুন:কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3, রাতে প্রাণ গেল নাবালিকার

এ দিনের সর্বদল বৈঠকে এও বলা হয়েছে, যে মুষ্টিমেয় বিচ্ছিন্নতাবাদীরা কেরল রাজ্যের শান্তি-শৃঙ্খলা, সদ্ব্যভাব ও সৌভ্রাতৃত্বকে নষ্ট করার পরিকল্পনা করছে, তাদের সেই অপচেষ্টাকে কোনও মতে সফল হতে দেওয়া যাবে না ৷ দ্রুত এই পরিস্থিতিতে সামাল দিয়ে, মানুষের মনে সন্ত্রাসের বিরুদ্ধে সাহস ফিরিয়ে আনার কথা বলেছে কেরলের প্রধান রাজনৈতিক দলগুলির শীর্ষনেতারা ৷

আরও পড়ুন:কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত বেড়ে 2, আহত 52; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

তাই প্রত্যেক কেরলবাসীর কাছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অনুরোধ করেছেন, যে কোনওরকম কুৎসা, ভুয়ো খবর বা হিংসার পরিবেশ তৈরি হতে পারে এমন অপপ্রচারে কান না দিতে ৷ এমনটা কেউ বা কোনও গোষ্ঠী করলে দ্রুত পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার কথা বলেছেন তিনি ৷ সেই সঙ্গে সকল রাজনৈতিক দলগুলির স্থানীয় নেতৃত্বকেও এ নিয়ে সজাগ থাকার অনুরোধ করেছে কেরল সরকার ৷ যা সর্বসম্মতিতে মেনে নিয়েছে রাজনৈতিক দলগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details