পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড রুখে প্রশংসিত শৈলজা বাদ মন্ত্রিসভা থেকে, নতুন সবাই; আছেন বিজয়নের জামাই

কোভিড রুখে নানা মহলে প্রশংসিত কেকে শৈলজাই বাদ গেলেন কেরালার মন্ত্রিসভা থেকে ৷ নয়া মন্ত্রিসভায় সবাই নতুন মুখ ৷ আছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়েনর জামাই ৷

By

Published : May 18, 2021, 6:20 PM IST

pinarayi-vijayan-2-dot-0-to-have-new-faces-as-ministers-kk-shailaja-dropped-son-in-law-riyas-gets-cabinet-berth
কোভিড রুখে প্রশংসিত শৈলজা বাদ মন্ত্রিসভা থেকে, নতুন সবাই; আছেন বিজয়নের জামাই

তিরুবনন্তপুরম, 18 মে:কেরালার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোভিড পরিস্থিতি সফলভাবে সামাল দেওয়ার জন্য নানা মহলে প্রশংসিত হয়েছেন কেকে শৈলজা ৷ মাত্তানুর থেকে 60,000-এরও বেশি ভোটে জিতেছেন ৷ এটাই তাঁর দলের জয়ের সর্বোচ্চ মার্জিন ৷ তবু তাঁরই জায়গা হল না কেরালার বাম নেতৃত্বাধীন সরকারের নয়া মন্ত্রিসভায় ৷ সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা এলডিএফ সরকারের নতুন চেহারার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জামাই মহম্মদ রিয়াস ৷

সিবিএম বিধায়ক এএন শামশির জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী ছাড়া আগের এলডিএফ মন্ত্রিসভার কেউ নতুন মন্ত্রিসভায় নেই ৷ এটা আমাদের দলের সিদ্ধান্ত ৷ একমাত্র আমাদের দলেরই এটা করার সাহস রয়েছে ৷ অনেক ভালো পারফরমারদেরও নির্বাচনের টিকিট দেওয়া হয়নি ৷ আমরা নতুন মুখ চাই ৷"

নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন এমভি গোবিন্দন, কে রাধাকৃষ্ণণ, কেএন বালগোপাল, পি রাজীব, ভিএন বাসবন, সাজি চেরিয়ান, ভি শিবকুট্টি, মহম্মদ রিয়াস, আর বিন্দু, বীণা জর্জ ও ভি আবদুল রহমান ৷

আরও পড়ুন:দিল্লির করোনা আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে 50 হাজার টাকা আর্থিক সাহায্য, ঘোষণা কেজরিওয়ালের

শৈলজাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজয়নের সরকারকে ৷ কংগ্রেস নেতা শশী থারুরও তাঁকে নিয়ে টুইট করেছেন ৷ গত সেপ্টেম্বরে ব্রিটেনের প্রসপেক্ট ম্যাগাজিনে কেকে শৈলজাকে 2020 সালের শীর্ষ চিন্তাবিদ হিসেবে মনোনীত করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details