পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sachin Pilot: গেহলতের উপর চাপ বাড়াতে দুর্নীতি ইস্যুতে অনশনে বসছেন সচিন পাইলট - অশোক গেহলত সচিন পাইলট বিবাদ

রাজস্থানে কংগ্রেসের দুই শীর্ষ নেতা মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের মধ্যে বিবাদ আরও বাড়ল ৷ বিজেপি আমলের দুর্নীতি ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের কাছে তদন্তের দাবি জানিয়ে একদিনের অনশনে বসছেন সচিন পাইলট ৷

Etv Bharat
সচিন পাইলট

By

Published : Apr 9, 2023, 5:54 PM IST

সচিন পাইলটের বক্তব্য

জয়পুর, 9 এপ্রিল:নয়া মাত্রা পেল রাজস্থানের দুই শীর্ষ কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও প্রাক্তন উপ-মুখমন্ত্রী সচিন পাইলটের বিবাদ ৷ পূর্বতন বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার তদন্তের দাবিতে এবার নিজের দলের সরকারের বিরুদ্ধেই অনশনে বসতে চলেছেন সচিন পাইলট ৷ বিজেপি'র বসুন্ধরা রাজে সিন্ধিয়া জমানায় রাজস্থানে যে দুর্নীতি হয় সেই ইস্যুকে সামনে রেখে ও তদন্তের দাবিতে গেহলতের উপর চাপ বাড়াতেই পাইলট এই কৌশল নিয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ জ্যোতিবা ফুলের জন্মদিনে আগামী 11 এপ্রিল একদিনের জন্য অনশনে বসবেন বলে রবিবার জানিয়েছেন সচিন পাইলট ৷

এদিন এক সাংবাদিক বৈঠক করেন সচিন পাইলট বলেন,"পূর্বতন বসুন্ধরা রাজে সরকারের আমলে যে দুর্নীতির ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আমরা যখন বিরোধী দল ছিলাম তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম ক্ষমতায় এলে প্রায় 45 হাজার কোটি টাকার খনি দুর্নীতির তদন্ত করা হবে ৷"

চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা রাজস্থানে ৷ তার কয়েক মাস আগে কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, তার জবাবও দিয়েছেন সচিন ৷ তিনি জানিয়েছেন, ভোটের আর 6-7 মাস বাকি ৷ এই অবস্থায় অনেকের মনে হতে পারে যে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে দলের কোনও যোগ আছে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ তাই দ্রুত পদক্ষেপ করা উচিত, যাতে কংগ্রেস কর্মীদের মনে হয় আমাদের কথা ও কাজের মধ্যে কোনও ফারাক নেই ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলতও যে একাধিকবার বিধানসভার ভিতরে ও বাইরে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, এদিন সেকথাও মনে করিয়ে দেন পাইলট ৷

আরও পড়ুন: কেন দেশে বন্দর পরিচালনার অনুমতি আদানিদের ? চিনা সংযোগ টেনে প্রশ্ন কংগ্রেসের

রাজস্থানে কংগ্রেসের অন্দরে অশোক গেহলত ও সচিন পাইলটের মধ্যে বিবাদ নতুন নয় ৷ 2018 সালে সেখানে কংগ্রেসের সরকার গঠন হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি চলছে এই দুই নেতার মধ্যে ৷ এমনকি 2020 সালের জুলাইতে কংগ্রেসের পাইলট ঘনিষ্ঠ বিধায়করা দল ও সরকারের নেতৃত্বে বদল চেয়ে সরবও হয়েছিলেন ৷ সেই সময় গেহলত সরকারের পতনেরও সম্ভাবনা তৈরি হয় ৷ পরে কংগ্রেস হাইকমান্ডের হস্তক্ষেপে সেই বিবাদ মেটে ৷ সচিনের এদিনের ঘোষণায় ফের তা সামনে চলে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details