পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stray Dog in Runway: রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে পথকুকুর! ভিস্তারার বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে গেলেন চালক

বিমানে পাখির ধাক্কা লাগে, এমনটা শোনা যায় ৷ কিন্তু রানওয়েতে পথকুকুরের দেখতে পাওয়ার ঘটনা খুব কমই ঘটে ৷ তেমনটাই ঘটেছে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ৷

ETV Bharat
গোয়া বিমানবন্দরের রানওয়েতে পথকুকুর

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 1:24 PM IST

পানাজি, 14 নভেম্বর:রানওয়েতে কুকুর ! তাই বিমান অবতরণ করতে পারল না ৷ সোমবার ঘটনাটি ঘটেছে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ৷ ভিস্তারা বিমান সংস্থার সূত্রে খবর, একটি ভিস্তারা বিমান গোয়ার ডাবোলিম বিমানবন্দরে নামার চেষ্টা করছিল ৷ সেই সময় হঠাৎ সেখানে একটি পথকুকুরকে ঘুরে বেড়াতে দেখা যায় ৷ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিমানটিকে সতর্ক করে ৷ ভিস্তারার ওই বিমানটি ডাবোলিমে না-নেমে বেঙ্গালুরুতে ফিরে যায় ৷

গোয়া বিমানবন্দরের ডিরেক্টর এসভিটি ধনঞ্জয় রাও জানিয়েছেন, কুকুরটিকে রানওয়েতে দেখে অবশ্য ওই বিমানের পাইলটকে কিছুক্ষণ অপেক্ষা করার কথা জানানো হয়েছিল ৷ কিন্তু বিমানচালক তাতে রাজি হননি ৷ বরং তিনি বেঙ্গালুরু ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সেইমতো চলে যান ৷ গোয়ার এই ডাবোলিম বিমানবন্দরটি ভারতীয় নৌবাহিনীর হংস ঘাঁটির অংশ ৷

সূত্রের খবর, সোমবার দুপুর 12.55 মিনিটে ভিস্তারার ইউকে 881 বিমানটি বেঙ্গালুরুর কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ৷ আবার 3.05 মিনিটে বেঙ্গালুরুতেই ফিরে আসে ৷ এরপর বিকেল 4.55 মিনিটে ফের ভিস্তারা বিমানটি গোয়ার উদ্দেশ্য রওনা দেয় ৷ সন্ধ্যা 6.15 মিনিটে সেটি গন্তব্যস্থল অর্থাৎ ডাবোলিম বিমানবন্দরে অবতরণ করে ৷

গোয়া বিমানবন্দরের ডিরেক্টর এসভিটি ধনঞ্জয় রাও আরও জানান, কখনও রানওয়েতে কুকুর ঢুকে পড়ে ৷ তবে সঙ্গে সঙ্গে কর্মীরা ওই কুকুরটিকে সরিয়ে ফেলে রানওয়ে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয় ৷ তিনি বলেন, "আমার গত দেড় বছরের কর্মজীবনে এই প্রথম এমন ঘটনা ঘটল ৷"

ঘটনার অব্যবহিত পরে ভিস্তারার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, "বেঙ্গালুরু থেকে গোয়াগামী ইউকে 881 বিমানটি বেঙ্গালুরুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ গোয়া বিমানবন্দরে কিছু সমস্যার কারণে এমনটা করতে হয়েছে ৷ বিমানটি 3.05 মিনিটে বেঙ্গালুরুতে নামবে ৷" এরপর সোশাল মিডিয়ায় আবারও ভিস্তারা লেখে, "ইউকে881 বিমানটি বেঙ্গালুরুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, সেটি বেঙ্গালুরু থেকে 4.55 মিনিটে রওনা দিয়েছে ৷ সন্ধ্যা 6.15 মিনিটে সেটি গোয়ায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে ৷" শেষমেশ ওই সময়ে বিমান গোয়ায় এসে পৌঁছয়।

আরও পড়ুন:

1. দিল্লিগামী ইন্ডিগোর বিমানে পাখির ধাক্কা, আমেদাবাদে নামল বিমান

2. 4 দিনে দ্বিতীয় দুর্ঘটনা, পুনের মাঠে ট্রেনি বিমান ভেঙে জখম 2

3. মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনা, 8 সওয়ারী নিয়ে পিছলে দু’টুকরো হয়ে গেল বিমান!

ABOUT THE AUTHOR

...view details