পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aircraft Crashes in Balaghat: প্রশিক্ষণের সময় বালাঘাটে ভেঙে পড়ে চার্টার্ড বিমান, মৃত্যু মহিলা-সহ এক পাইলটের

দুর্ঘটনার কবলে ভারতীয় প্রশিক্ষক বিমান (trainer aircraft) ৷ মৃত্যু হয়েছে শিক্ষানবিশ মহিলা পাইলট এবং একজন প্রশিক্ষকের ৷

By

Published : Mar 18, 2023, 11:00 PM IST

Etv Bharat
Etv Bharat

বালাঘাট (মধ্যপ্রদেশ), 18 মার্চ: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় প্রশিক্ষক বিমান (trainer aircraft) ৷ শনিবার বিকালে মধ্যপ্রদেশের বালাঘাটের লোদাগি চৌকি অঞ্চলে ভেঙে পড়ে চার্টার্ড বিমানটি (Aircraft Crashes in Balaghat)। ঘটনায় মৃত্যু হয়েছে শিক্ষানবিশ মহিলা পাইলট এবং একজন প্রশিক্ষকের । লাঞ্জি এলাকার অধীনস্থ ভাক্কু টোলার কাছে একটি পাহাড়ি অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে ৷ বিমানটি মহারাষ্ট্রের বিরসি এয়ারস্ট্রিপ (Birsi airstrip) থেকে যাত্রা শুরু করেছিল। মাঝ আকাশে কিছুক্ষণ ওড়ার পরেই বিমানটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে ৷ তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় ।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, লাঞ্জির ভাক্কুটোলা এবং বালাঘাটের কিরনাপুর থানা এলাকার মধ্যে একটি পাহাড়ি অঞ্চলে বিমানটি ভেঙে পড়ে ৷ দুর্ঘটনায় মহিলা প্রশিক্ষণার্থী পাইলট রুকাশঙ্ক (Female trainee pilot Rukashanka) এবং প্রশিক্ষক মোহিত (Instructor Mohit) মারা যান । গোন্দিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলার কমলেশ মেশরাম (Kamlesh Meshram from Air Traffic Control, Gondia), বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নিহতদেরও নাম প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন: অবন্তিপোরায় বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যু

বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভ জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দু’টি দেহ উদ্ধার করেছে । বিমানটিতে ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট রুকশাংকা এবং প্রশিক্ষক মোহিত কুমার । বালাঘাটের কিরনাপুর পাহাড় এলাকার ভাক্কু টোলার কাছে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে ৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই অরুণাচলপ্রদেশের বোমডিলার কাছে ভেঙে পড়েছিল ভারতীয় সেনার হেলিকপ্টার 'চিতা' ৷ ঘটনায় নিহত হয়েছিলেন দুজন পাইলট ৷ ঘটনায় প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সম্প্রতি, মধ্যপ্রদেশের মোরেনা জেলাতেও ভেঙে পড়ে যুদ্ধবিমান 'মিরাজ 2000' (Miraj Fighter Jet Fell in Morena) ৷ একই এলাকায় ভেঙে পড়েছিল আরও একটি যুদ্ধবিমান 'সুখোই-30' ৷ বার বার ভারতীয় সেনার যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ায় উঠছে প্রশ্ন ৷

ABOUT THE AUTHOR

...view details