বালটাল, 10 জুলাই: মেঘ ভেঙে বৃষ্টির ঘটনায় অমরনাথ যাত্রা আপাতত স্থগিত ৷ তবে বালটাল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছেন বহু তীর্থযাত্রী ৷ মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথের রুট ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ৷ রাস্তা সারাইয়ের কাজ চলছে এখনও ৷ সূত্রের খবর, আরও কিছুটা সময় লাগবে রাস্তা ঠিক করতে । সুতরাং যাত্রা এখনই শুরু হচ্ছে না (Pilgrims waiting for Yatra to resume as repairing work is underway in Amarnath) ৷
পুনে থেকে আসা পুণ্যার্থী কুন্দন নায়ক বললেন, "আমরা শেষ দু'দিন ধরে ক্যাম্পে অপেক্ষা করছি ৷ আমার আজ রেজিস্ট্রেশন করা ছিল ৷ কিন্তু মেঘ ভাঙায় তা বাতিল হয়েছে ৷" এই মেঘ ভাঙার ঘটনাকে ভীষণই দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে পুণ্যার্থীর আশা, খুব শীঘ্রই যাত্রা চালু হবে ৷ নায়ক বলেন, "আমরা দর্শন ও প্রার্থনা করে তবেই বাড়ি ফিরব ৷" পঞ্জাব থেকে আসা কিশোর আয়ুষও জানিয়েছে, সে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করার অপেক্ষায় রয়েছে ৷