পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amarnath Pilgrim Dies: অমরনাথ থেকে ফেরার পথে পা পিছলে মৃত্যু পুণ্যার্থীর - অমরনাথ

অমরনাথের পবিত্র গুহা দর্শন হয়ে গিয়েছিল ৷ ফেরার পথে কালীমাতা মোড়ের কাছে পা পিছলে যায় বছর পঞ্চাশের এক পুণ্যার্থীর ৷ পড়ে যান 300 ফুট গভীরে ৷

ETV Bharat
অমরনাথ দর্শন করে ফেরার পথে মৃত পুণ্যার্থী

By

Published : Aug 19, 2023, 7:32 AM IST

Updated : Aug 19, 2023, 10:26 AM IST

শ্রীনগর, 19 অগস্ট: অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে মৃত্যু হল পুণ্যার্থীর ৷ ওই ব্যক্তির নাম বিজয় কুমার শাহ (50) ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে কালীমাতা মোড়ের কাছে ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ওই পুণ্যার্থী অমরনাথ দর্শন করে ফিরছিলেন ৷ রাস্তায় হঠাৎ তাঁর পা পিছলে যায় ৷ তিনি 300 ফুট নীচে পড়ে যান ৷ মাউন্টেন রেসকিউ টিম এবং সেনার যৌথ উদ্যোগে তাঁকে উদ্ধার করা হয় ৷ তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃত বিজয় বিহারের রোহতাস জেলার বাসিন্দা বলে খবর ৷

জম্মু ও কাশ্মীর পুলিশ সামাজিক মাধ্যমে জানিয়েছে, বিহার থেকে আসা যাত্রী বিজয় কুমার অমরনাথের পবিত্র গুহা দর্শন করে ফিরছিলেন ৷ সঙ্গে ছিলেন মমতা কুমারী ৷ কালীমাতা মোড়ের কাছে বিজয় কুমারের পা পিছলে যায় ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ তাঁর দেহ উদ্ধার উদ্ধার করে বালতাল বেস ক্যাম্প হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁর সঙ্গে থাকা মহিলাও আহত হয়েছেন ৷ তিনি ব্রারিমার্গ বেস ক্যাম্প হাসপাতালে চিকিৎসাধীন ৷

অমরনাথ গুহা জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহলগাঁওতে অবস্থিত ৷ শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় 141 কিমি ৷ এই গুহাটির মধ্যে হিমবাহ জমে শিবলিঙ্গের আকৃতির মতো দেখতে হয় ৷ এটি হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র ৷ প্রতি বছর 12 হাজারেরও বেশি ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র গুহা দর্শনে আসেন বহু পুণ্যার্থী ৷

আরও পড়ুন: কুয়োয় পড়ে গিয়েছিল ষাঁড়, উদ্ধার করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত 5

স্বভাবতই বিশাল উচ্চতায় অবস্থিত গুহাটিতে পৌঁছতে দুর্গম রাস্তা অতিক্রম করতে হয় ৷ রাস্তাটি একদিকে বন্ধুর, অন্যদিকে দীর্ঘ ৷ সেখানে যানচলাচলের কোনও বন্দোবস্ত নেই ৷ অনেকটা রাস্তাই হেঁটে যেতে হয় পুণ্যার্থীদের ৷ এবছর 1 জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয় ৷ শেষ হওয়ার কথা 31 অগস্ট ৷

Last Updated : Aug 19, 2023, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details