নয়াদিল্লি, 19 মে :2 থেকে 18 বছর বয়সীদের উপর কোভ্যাকসিনের ট্রায়াল নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান কী ? বুধবার এই প্রশ্নের উত্তর চাইল দিল্লি হাইকোর্ট ৷ সম্প্রতি নাবালকদের উপর কোভ্যাকসিনের ট্রায়ালের ছাড়পত্র ভারত বায়োটেককে দেওয়া হয়েছে ৷ ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ৷ সেই নিয়েই একটি জনস্বার্থ মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে ৷ বুধবার ওই মামলার শুনানিতেই কেন্দ্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে দিল্লির উচ্চ আদালতের তরফ থেকে ৷
এদিন শুনানি হয় দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে ৷ ওই বেঞ্চ আগামী 15 জুলাই পর্যন্ত সময় দিয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ তার মধ্যে এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে তাদের ৷ একই সঙ্গে এই নিয়ে উত্তর চাওয়া হয়েছে ভারত বায়োটেকের কাছ থেকেও ৷ তাদেরকেও একই সময়সীমা দেওয়া হয়েছে ৷