পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ban On Political Road Shows Rallies Extended: রাজনৈতিক মিছিলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, জনসভায় কিছুটা ছাড় কমিশনের - রাজনৈতিক মিছিলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে জনসভায় কিছু ছাড় দিল নির্বাচন কমিশন (Election Commission on political rallies) ৷ তবে রাজনৈতিক মিছিলে নিষেধাজ্ঞার মেয়াদ (Ban On Political Road Shows Rallies Extended) বাড়ানো হয়েছে ৷

physical-public-meetings-allowed-with-maximum-1000-participants-ban-on-political-road-shows-rallies-extended
রাজনৈতিক মিছিলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, জনসভায় কিছুটা ছাড় কমিশনের

By

Published : Jan 31, 2022, 4:13 PM IST

লখনউ, 31 জানুয়ারি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোরায় ৷ তবুও কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজনৈতিক মিছিলের উপর নিষেধাজ্ঞা তুলল না নির্বাচন কমিশন (Ban On Political Road Shows Rallies Extended) ৷ নিষেধাজ্ঞার মেয়াদ 11 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ ওই সময়কাল পর্যন্ত করা যাবে না পদযাত্রা/ সাইকেল/বাইক/গাড়ির মিছিল ৷

তবে রাজনৈতিক জনসভা করার (Physical public meetings allowed) ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে নির্বাচন কমিশন ৷ বলা হয়েছে, নির্ধারিত খোলা জায়গায় সর্বাধিক 1000 জন অথবা সভাস্থলের মোট আসনের 50 শতাংশ মানুষের উপস্থিতিতে রাজনৈতিক জনসভা করতে পারবেন প্রার্থীরা (Election Commission on political rallies)৷ এতদিন এ ধরনের সভায় সর্বাধিক 500 জনের উপস্থিতির অনুমোদন ছিল ৷

আরও পড়ুন:Akhilesh Attacks BJP : ভোটের আগে বিজেপি সবকিছু করতে পারে, কপ্টার বিতর্কে সরব অখিলেশ

দরজায় দরজায় প্রচারে উপস্থিতির ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে ৷ ডোর-টু-ডোর ক্যাম্পেইনে নিরাপত্তা রক্ষী ছাড়া 20 জন কর্মী উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছে কমিশন ৷ এতদিন এই সংখ্য়াটাই 10 রাখা হয়েছিল ৷

আরও পড়ুন:Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে বাড়ি বাড়ি প্রচারে অমিত শাহ

ABOUT THE AUTHOR

...view details