পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Free Tomato Packet: 8টি পাসপোর্ট ছবি তুললেই বিনামূল্যে এক প্যাকেট টমেটো, কোথায় চলছে অফার ?

Photographers Innovative Idea: 8টি পাসপোর্ট ছবি তুললেই বিনামূল্যে পেয়ে যাবেন এক প্যাকেট টমেটো ৷ অন্ধ্রপ্রদেশের একটি স্টুডিয়োতে চলছে এমনই অফার ৷

Free Tomato Packet
ছবি তুললেই বিনামূল্যে এক প্যাকেট টমেটো

By

Published : Aug 3, 2023, 3:58 PM IST

কথাগুদেম(অন্ধ্রপ্রদেশ), 3 অগস্ট:সারা দেশজুড়ে টমেটোর দাম আকাশ ছোঁয়া ৷ একশো টমেটো কিনতেও মানুষজন দু'বার ভাবছেন ৷ এবার সেই টমেটোকেই হাতিয়ার করলেন এক ফটোগ্রাফার ৷ স্টুডিয়োতে গ্রাহক বাড়াতে বাম্পার অফার দিলেন আনন্দ ৷ তাঁর স্টুডিয়োতে আটটি পাসপোর্ট ছবি তুললেই মিলবে একটি টমেটোর প্যাকেট ৷ তাও একেবারে বিনামূল্যে ৷ শুধু দিতে হবে ছবি তোলার দাম ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কথাগুদেমের ৷

বর্তমানে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে, চাহিদা কমছে ফটো স্টুডিওয়োর । ফলে এখন মানুষ আর খুব একটা স্টুডিয়োমুখী হন না ৷ কথাগুদেমের বাসস্ট্যান্ড কমপ্লেক্সে রয়েছে আনন্দের ফটো স্টুডিয়ো । সেখানে আগে স্থানীয় কালেক্টরেট ছিল ৷ তখন ব্যবসা ভালোই চলত ফটো স্টুডিয়োটির । তবে পরে জেলা কালেক্টরেট কথাগুদেম থেকে স্থানান্তরিত হয়ে যায় পালওয়াঞ্চায় ৷ আর এরপরেই ঘটে বিপত্তি ৷ কালেক্টরেট স্থানান্তরিত হয়ে যাওযার ফলে কমতে থাকে ফটো স্টুডিয়োর চাহিদা ।

আরও পড়ুন:51 কেজি মহার্ঘ টমেটো নিবেদন, তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা

এরপরেই ওই স্টুডিয়োর মালিক আনন্দ অভিনব ভাবনা নেন ৷ তিনি অফার দেন, 100 টাকা খরচ করে পাসপোর্ট সাইজের আটটি ছবি তুলতে হবে ৷ আর তার বদলে পাওয়া যাবে আড়াইশো টমেটো, তাও সম্পূর্ণ্য বিনামূল্যে ৷ শহরের প্রধান মোড়ে এবং ব্যস্ত এলাকায় এই অফার-সহ তিনি ফ্লেক্স বসান ৷ এই ঘোষণা করেই তিনি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন । বিষয়টি নজরে আসে বাসিন্দাদের ৷ তারপরেই এলাকাবাসীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বাড়তে থাকে ।

আরও পড়ুন:মেয়ের জন্মদিনে 400 কেজি টমেটো বিতরণ করলেন এক ব্যক্তি

এই অভিনব প্রচারে ভালো সারা মিলছে । বুধবারই 32 জন অফার দেখে ছবি তুলতে স্টুডিয়োতে এসেছেন । আনন্দ বলেন, "যারা 100 টাকা খরচ করেছে ছবি তোলার জন্য তারা 40 টাকা মূল্যের টমেটো পেয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details