বাহরাইচ (উত্তরপ্রদেশ), 6 অক্টোবর: একঝাঁক বানরের দেহ পড়ে থাকার ছবি ভাইরাল ৷ উত্তরপ্রদেশের বাহরাইচের বনাঞ্চলের খাপড়া ফরেস্ট পোস্ট এলাকার কাছে 50টি বানরের দেহ পড়ে থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এতগুলো বন্যপ্রাণীকে একসঙ্গে মেরে ফেলা হল কি ? যদিও ইটিভি ভারত এই ছবির সত্যতা যাচাই করেনি ৷ জেলা বনাধিকারিকও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন সেখানে অনেক হনুমানের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ তবে সমস্ত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷
উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার নানপাড়া লখিমপুর সড়কে একটি বনাঞ্চল রয়েছে ৷ এখানে নাইনিহা বনাঞ্চল সংলগ্ন খাপড়া ফরেস্ট পোস্ট এলাকার কাছে অনেকগুলি মৃত বানর পড়ে থাকার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, মৃত বানরের সংখ্যা 50 ৷ যদিও সরকারিভাবে বা প্রশাসনের তরফে এই নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ৷ রাস্তার ধারে এতগুলি বানরের দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বনবিভাগকে জানায় ৷ খবর পেয়ে বন পরিদর্শক ও বনরক্ষীরা কোনও তদন্ত ছাড়াই বানরগুলির দেহ মাটিচাপা দিয়ে দেয় ৷ কিন্তু এতগুলি বানরের মৃতদেহ পাওয়া যাওয়ার ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷