পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PhD not mandatory : সহকারী অধ্যাপক পদের জন্য পিএইচডি বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল কেন্দ্র - সহকারী অধ্যাপক

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি 2018 সালে এক নির্দেশিকা জারি করেছিল ৷ সেখানে বলা হয়েছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে যোগ দেওয়ার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক ৷

PhD not mandatory
সহকারী অধ্যাপক পদের জন্য পিএইচডি বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল কেন্দ্র

By

Published : Oct 2, 2021, 8:04 AM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর : সহকারী অধ্যাপক পদের জন্য আপাতত পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে না, জানিয়ে দিল কেন্দ্র ৷ কোভিড পরিস্থিতির কারণে এই বছরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি 2018 সালে এক নির্দেশিকা জারি করেছিল, সেখানে বলা হয়েছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে যোগ দেওয়ার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক ৷ এর জন্য তিন বছর সময় দেওয়া হয়েছিল ৷ চলতি 2021-22 শিক্ষাবর্ষ থেকে সেই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল ৷ কিন্তু গত প্রায় দেড় বছর ধরে করোনা পরিস্থিতির কারণে বহু পরীক্ষার্থীই তাঁদের পিএইচডি শেষ করে উঠতে পারেননি ৷ তাই তাঁরা কেন্দ্রের কাছে বিষয়টিতে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছিলেন ৷

আরও পড়ুন : RBU education : দূর শিক্ষায় ইউজিসির অনুমোদন পেল না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, "সহকারী অধ্যাপক থাকার জন্য আপাতত পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে না ৷ আমরা এই বিষয়ে অনেক আবেদন পেয়েছিলাম ৷ সেই আর্জিকে গুরুত্ব দিয়ে এই বছরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি বলেছেন, স্নাতকোত্তর পাশ করা যেসব পরীক্ষার্থী ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পাশ করেছেন তাঁরা এবছর সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন করতে পারবেন ৷ খুব শীঘ্রই এই বিষয়ে নয়া নির্দেশিকা জারি করবে ইউজিসি ৷

সেপ্টেম্বরেই কেন্দ্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল অক্টোবরের মধ্যে 6 হাজার সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details