নয়াদিল্লি, 2 অক্টোবর : সহকারী অধ্যাপক পদের জন্য আপাতত পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে না, জানিয়ে দিল কেন্দ্র ৷ কোভিড পরিস্থিতির কারণে এই বছরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷
ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি 2018 সালে এক নির্দেশিকা জারি করেছিল, সেখানে বলা হয়েছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে যোগ দেওয়ার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক ৷ এর জন্য তিন বছর সময় দেওয়া হয়েছিল ৷ চলতি 2021-22 শিক্ষাবর্ষ থেকে সেই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল ৷ কিন্তু গত প্রায় দেড় বছর ধরে করোনা পরিস্থিতির কারণে বহু পরীক্ষার্থীই তাঁদের পিএইচডি শেষ করে উঠতে পারেননি ৷ তাই তাঁরা কেন্দ্রের কাছে বিষয়টিতে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছিলেন ৷