নাগপুর, 7 নভেম্বর: তিনি চা পাননি ৷ সেই কারণে রেগে গিয়ে অস্ত্রোপচার ফেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ! নাগপুর জেলার খট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে এই তাজ্জব করা ঘটনা ৷ ডা. তেজরাম ভালাভির বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ ৷ এই ঘটনার তদন্তে জেলা প্রশাসন কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাপতি কুন্দা রাউত ।
অভিযোগ, অপারেশনের আগে ডা. তেজরাম ভালাভি চা চেয়েছিলেন ৷ কিন্তু কেউ নাকি তাঁকে চা দেননি । পরিবার পরিকল্পনা অস্ত্রোপচারের জন্য আসা চার মহিলাকে তখন অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়েছে ৷ ওই অবস্থায় ডাক্তার ভালাভি চা পাননি বলে, অস্ত্রোপচার মাঝপথে ছেড়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যান বলে অভিযোগ । চিকিৎসকের এমন আচরণের কারণে অপারেশনের জন্য অবেদন করা চার মহিলাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় । এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ।