পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 27, 2021, 7:57 AM IST

ETV Bharat / bharat

12 বছর ও ঊর্ধ্বদের জন্য ফাইজ়ার ভ্যাকসিন কার্যকর, দাবি মার্কিন সংস্থার

মার্কিন এই সংস্থার দাবি, তাদের টিকা ভারতে করোনা মোকাবিলায় সাহায্য করবে ৷ একটি সূত্র মারফত জানা গিয়েছে, ফাইজ়ার এই বছর ভারতে 5 কোটি করোনা ভ্যাকসিন সরবরাহ করতে পারে ৷ তবে সেক্ষেত্রে তারা কিছু নিয়মাবলী বা শর্তে শিথিলতা চাইছে ৷

ফাইজ়ার
ফাইজ়ার

নিউ দিল্লি, 27 মে : 12 বছর ও তার উর্ধ্বে সব বয়সীদের জন্য তাদের টিকা কার্যকর ৷ কেন্দ্রকে এমনই জানিয়েছে অ্যামেরিকার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ফাইজ়ার ৷ তারা এও জানিয়েছে, তাদের এই টিকা 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে একমাসের বেশি সময় ধরে রাখা যাবে ৷

সংস্থার দাবি, তাদের টিকা ভারতে করোনা মোকাবিলায় সাহায্য করবে ৷ একটি সূত্র মারফত জানা গিয়েছে, ফাইজ়ার এই বছর ভারতে 5 কোটি করোনা ভ্যাকসিন সরবরাহ করতে পারে ৷ তবে ভারতে ভ্যাকসিন পাঠানোর আগে তারা কিছু নিয়মাবলী বা শর্ত শিথিল করার আবেদন জানিয়েছে ৷ উল্লেখ্য, ফাইজ়ার অ্যামেরিকা সহ মোট 116টি দেশে তাদের টিকা সরবরাহ করেছে ৷ সারা বিশ্বে মোট 14.7 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে সংস্থার তরফে ৷

আরও পড়ুন,করোনার সময় সাধারণ মানুষকে সরকারি আর্থিক সাহায্য নিয়ে সওয়াল নোবেলজয়ী অর্থনীতিবিদের

এই মুহূর্তে দেশে ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে ৷ সরকার স্পুটনিক-ভিকেও ছাড় দিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট 20 কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details