পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডেলটা ভ্যারিয়েনটে মাত্র 32 শতাংশ কাজ করে ফাইজারের ভ্যাকসিন - করোনা

ফাইজার-বায়োএনটেক দাবি করেছিল ভারতে যে করোনা ভাইরাস ধরা পড়েছিল তার ক্ষেত্রে এই ভ্যাকসিন অনেকাংশেই কার্যকরী ৷ কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, ডেলটা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে মাত্র 32 শতাংশ কাজ করছে আমেরিকা ও জার্মানির এই সংস্থার তৈরি ভ্যাকসিন ৷

pfizer-jab-produces-less-antibodies-against-delta-variant-lancet
ডেলটা ভ্যারিয়েনটে মাত্র 32 শতাংশ কাজ করে ফাইজারের তৈরি করোনার ভ্যাকসিন

By

Published : Jun 4, 2021, 6:50 PM IST

Updated : Jun 4, 2021, 8:35 PM IST

নয়াদিল্লি, 4 জুন : ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন থেকে তৈরি হওয়া অ্যান্টিবডির প্রভাব মানুষের মধ্যে খুবই কম ৷ বৃহস্পতিবার একটি গবেষণাপত্র প্রকাশ করে এমনটাই জানিয়েছে ল্যানসেট ৷ তাদের সেই গবেষণায় দেখা গিয়েছে, করোনার আসল স্ট্রেনে ফাইজার থেকে তৈরি হওয়া ভ্যাকসিনের প্রভাব 79 শতাংশ ৷ কিন্তু আলফা ভ্যারিয়েনটের ক্ষেত্রে তা মাত্র 50 শতাংশ ৷ ডেলটা ভ্যারিয়েনটে সেটা আরও কমে 32 শতাংশে এসে দাঁড়িয়েছে এবং বিটা ভ্যারিয়েনটে সেটার কার্যকরিতা মাত্র 25 শতাংশ ৷

আরও পড়ুন : টিকার ঘাটতি মেটাতে ফাইজার-মডার্নাকে বিশেষ সুবিধে দিতে পারে কেন্দ্র

প্রসঙ্গত, ফাইজার-বায়োএনটেক দাবি করেছিল, ভারতে যে করোনা ভাইরাস ধরা পড়েছিল তার ক্ষেত্রে এই ভ্যাকসিন অনেকাংশেই কার্যকরী ৷ কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, ডেলটা ভ্যারিয়েনটের ক্ষেত্রে মাত্র 32 শতাংশ কাজ করছে আমেরিকা ও জার্মানির এই সংস্থার তৈরি ভ্যাকসিন ৷ একই সঙ্গে গবেষণায় আরও দেখা গেছে, এই ভ্যাকসিন নেওয়ার পরে মানুষের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির কার্যকরী ক্ষমতা খুবই কম ৷ যা বয়সের সঙ্গে সঙ্গে আরও কমে যাচ্ছে ৷ এক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক কোনও ভেদাভেদ নেই বলেই ল্যানসেটের ওই গবেষণায় বলা হয়েছে ৷

Last Updated : Jun 4, 2021, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details