নয়াদিল্লি, 8 অক্টোবর : শুক্রবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷ 37 পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়াল 99.92 টাকা ৷ মুম্বইয়ে ডিজেলের দাম একশোর ঘর ছুঁল বলে ৷ একই সঙ্গে ফের দাম বাড়ল পেট্রেলেরও ৷ 29 পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়াল 109.54 টাকা ৷ এই নিয়ে পরপর চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷
মুম্বইয়ের তুলনায় দিল্লিতে দাম খানিকটা কম ৷ তবে দেশের রাজধানীতে আজ সকাল থেকে পেট্রল বিকোচ্ছে 103.54 টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম 92.12 টাকা প্রতি লিটার ৷ দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে 30 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে 35 পয়সা প্রতি লিটার ৷