নয়াদিল্লি, 2 অক্টোবর: সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে পেট্রল-ডিজেলের বিক্রি (Petrol Diesel Sale Jump in September) ৷ মূলত উৎসবের মরশুমে (Festival Season) বেচাকেনা বৃদ্ধির কারণেই পেট্রল-ডিজেলের বিক্রি বেড়েছে (Fuel Sale Hike) ৷ প্রাথমিক শিল্প তথ্যে এমনটাই প্রকাশ করা হয়েছে ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, পেট্রলের বিক্রি সেপ্টেম্বর মাসে বেড়ে 13.2 শতাংশ হয়েছে ৷ যেখানে মোট 2.65 মিলিয়ন টন পেট্রল বিক্রি হয়েছে ৷ এই পরিসংখ্যানগত তুলনা করা হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাসের নিরিখে ৷ সেই সময় পেট্রল সারা মাসে বিক্রি হয়েছিল 2.34 মিলিয়ন টন ৷
আর 2020 সালের সেপ্টেম্বরে করোনা সংক্রমণের সময়ের থেকে পেট্রল 20.7 শতাংশ বেশি বিক্রি হয়েছে ৷ আর 2019 সালের সেপ্টেম্বরের থেকে 23.3 শতাংশ বেশি পেট্রল বিক্রি হয়েছে ভারতে ৷ তবে, 2022 সালের অগস্ট মাসের তুলনায় পেট্রল বিক্রির হার 1.9 শতাংশ কমেছে ৷ অন্যদিকে, ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জ্বালানি ডিজেল ৷ 2021 সালের তুলনায় এ বছর সেপ্টেম্বরে ডিজেল 22.6 শতাংশ বেশি বিক্রি হয়েছে ৷ সেপ্টেম্বর মাসে মোট 5.99 মিলিয়ন টন ডিজেল বিক্রি হয়েছে ৷ যেখানে 2020 সালের সেপ্টেম্বর মাসের তুলনায় বিক্রি 23.7 শতাংশ বেড়েছে ৷ আর 2019 সালের সেপ্টেম্বরের তুলনায় 15 শতাংশ বেড়েছে ডিজেলের বিক্রি ৷