পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 10, 2021, 10:54 AM IST

ETV Bharat / bharat

দু'দিনের ব্যবধানে দিল্লিতে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

শুক্রবার ও শনিবারের পর ফের আজ অর্থাৎ সোমবার দিল্লিতে প্রতি লিটারে প্রেটল ও ডিজ়েলের দাম বেড়ে দাঁড়াল যথাক্রমে 91.53 টাকা ও 82.06 টাকায় ৷

দু'দিনের ব্যবধানে দিল্লিতে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম
দু'দিনের ব্যবধানে দিল্লিতে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

নিউ দিল্লি , 10 মে : মাঝে ছিল দু'দুনের বিরতি ৷ তার মধ্যে ফের দিল্লিতে বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম ৷ প্রতি লিটারে পেট্রল ও ডিজ়েলের দাম বেড়ে দাঁড়াল যথাক্রমে 91.53 টাকা ও 82.06 টাকা ৷

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্রমে ঊর্ধ্বমুখী হয়েছে পেট্রোজাত পণ্যের দাম ৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্যাসের দামও ৷ যা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল ৷ কিন্তু কোথায় কী ৷ বিন্দুমাত্র কমেনি পেট্রোজাত পণ্যের দাম ৷ ক্রমশ দাম বাড়ার ফলে মধ্যবিত্তের নাভিঃশ্বাস ওঠার জোগার ৷ একেই দিল্লিতে চলছে লকডাউন ৷ তার উপর পেট্রোপণ্যের ফের দাম বাড়া নিয়ে কার্যত দুশ্চিন্তায় দিল্লিবাসী ৷

আরও পড়ুন :মুসুর ডালে রবি ঠাকুর, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ডায়মন্ড হারবারের যুবক

প্রসঙ্গত, কলকাতায় প্রতি লিটারে পেট্রলের দাম 91.66 টাকা ও ডিজ়েলের দাম 84.90 টাকা ৷ মুম্বইতে প্রতি লিটারে পেট্রলের দাম 97.86 টাকা ও ডিজ়েলের দাম 89.17 টাকা ৷ চেন্নাইতে প্রতি লিটারে পেট্রলের দাম 93.38 টাকা ও ডিজ়েলের দাম 86.96 টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details