পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Petrol Diesel Prices Hike : বিরামহীন পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি, আজ কোন মেট্রো শহরে জ্বালানির মূল্য কত ? - petrol diesel prices hiked by 40 paise on 4th april

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের ৷ গত 22 মার্চ থেকে দাম বেড়েই চলেছে ৷ জ্বালানি মূল্য ঊর্ধ্বমুখী ৷ মধ্যবিত্তের হাঁসফাঁস অবস্থা (Petrol-Diesel Price Hike) ৷

PETROL DIESEL PRICES HIKE
দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

By

Published : Apr 4, 2022, 10:04 AM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল : পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধিতে কোনও বিরাম নেই ৷ এ নিয়ে গত 14 দিনে 12 বারে মোট 8.40 টাকা দাম বৃদ্ধি পেল (Petrol Diesel Prices Hike) ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ 22 মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ সোমবার থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল প্রতি লিটারে 40 পয়সা ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে ৷

দিল্লি : পেট্রলের দাম প্রতি লিটার 103.81 টাকা ৷

ডিজেলের দাম প্রতি লিটার 95.07 টাকা ৷

মুম্বই : পেট্রলের দাম প্রতি লিটার 118.83 টাকা ৷

ডিজেলের দাম প্রতি লিটার 103.07 টাকা ৷

কলকাতা :পেট্রলের দাম প্রতি লিটার113.45 টাকা

ডিজেলের দাম প্রতি 98.22 লিটার

চেন্নাই :পেট্রলের দাম প্রতি লিটার 109.34

ডিজেলের দাম প্রতি লিটার 99.42

আরও পড়ুন : West Bengal Weather Update : তীব্র গরম থেকে মুক্তি ! পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

এদিকে পরপর পেট্রল-ডিজেলের দাম বাড়ায় ফের একবার সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে মূল্যবৃদ্ধির কোপে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা ৷প্রসঙ্গত, প্রায় 4 মাস ভারতে পেট্রল ও ডিজেলের দাম এক জায়গায় স্থির ছিল ৷ পাঁচ রাজ্যের ভোট মেটার পর থেকে ফের ঊর্ধ্বমুখী হয়েছে পেট্রল-ডিজেলের দাম ৷ এমনকি রান্নার গ্যাসের দামও বাড়ানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details