নয়াদিল্লি, 3 এপ্রিল : পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধিতে বিরাম নেই ৷ এ নিয়ে 13 দিনে 11 বারে মোট 8 টাকা/লিটার দাম বৃদ্ধি পেল ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ 22 মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে (Petrol Diesel Prices Hike on 3 April) ৷
3 এপ্রিল, 2022
মেট্রো শহরগুলিতে জ্বালানির মূল্য
পেট্রলের দাম/লিটার
দিল্লি : 103.41 টাকা (80 পয়সা বেড়েছে)
মুম্বই : 118.41 টাকা (84 পয়সা বেড়েছে)
কলকাতা : 113.03 টাকা (84 পয়সা বেড়েছে)
চেন্নাই : 108.96 টাকা (75 পয়সা বেড়েছে)
ডিজ়েলের দাম/লিটার
দিল্লি : 94.67 টাকা (80 পয়সা বেড়েছে)
মুম্বই : 102.64 টাকা (85 পয়সা বেড়েছে)
কলকাতা : 97.82 টাকা (80 পয়সা বেড়েছে)
চেন্নাই : 99.04 টাকা
আরও পড়ুন : LPG Price Hike : নতুন অর্থবর্ষের প্রথম দিনেই একলাফে 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
শুক্রবার দেশে বিমানের জ্বালানির মূল্য 2 শতাংশ করে বাড়িয়েছে সরকার ৷ 2022-এ এই নিয়ে 7 বার দাম বাড়ল ৷ এভিয়েশন ট্রাইবুনাল ফুয়েল (Aviation turbine fuel, ATF) 2 হাজার 258 টাকা 58 পয়সা/কিলোলিটার অর্থাৎ 2 শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছে ৷ দিল্লিতে এটিএফ-এর দাম দাঁড়িয়েছে 1 লক্ষ 12 হাজার 924 টাকা 83 পয়সা/কিলোলিটার ৷
এপ্রিলের প্রথম দিনেই বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও ৷ 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে হয়েছে 2 হাজার 253 টাকা ৷