নয়াদিল্লি, 1 নভেম্বর: আজ মাসের প্রথম দিনেই সুখবর ৷ 7 মাসে প্রথমবার দাম কমছে পেট্রল, ডিজেলের ৷ এই দু'টি জ্বালানির দাম প্রতি লিটারে 40 পয়সা করে কমেছে ৷ নতুন দাম মঙ্গলবার সকাল 6টা থেকেই কার্যকরী হয়েছে ৷ সোমবার নয়াদিল্লিতে পেট্রলের দাম ছিল 96.72 টাকা, কলকাতায় 106.03 টাকা, মুম্বইয়ে 106.31 টাকা এবং চেন্নাইয়ে 102.63 টাকা (petrol diesel first price drop in 7 months) ৷
আন্তর্জাতিক অপরিশোধিত তেলের (Crude Oil Price) বাজারে ক্রুড অয়েলের দাম এখন নীচের দিকে ৷ বেশ কিছুদিন ধরে একই জায়গায় রয়েছে ৷ তার জন্যই দেশেও 7 মাসে এই প্রথম জ্বালানির দাম কমল ৷ এখন অপরিশোধিত তেলের দাম 95 ডলারের কম ৷ এ বছর 7 এপ্রিল শেষ দাম কমানো হয়েছিল ৷ তারপর থেকে পেট্রল, ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে ৷