পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Petrol-Diesel Price Hike : আজ পেট্রলের দাম বাড়ল 50 পয়সা, এই নিয়ে পাঁচবার - আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে

ভোট মিটতেই দেশে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে ৷ তার দায় এবার জনগণের উপর (Petrol-Diesel Price Hike) ৷

Fuel Price Hike
পেট্রল ডিজ়েলের দাম ঊর্ধ্বমুখী

By

Published : Mar 27, 2022, 8:09 AM IST

নয়াদিল্লি, 27 মার্চ :আজও দাম বাড়ল পেট্রল আর ডিজ়েলের ৷ রবিবার পেট্রেলর দাম প্রতি লিটারে 50 পয়সা এবং ডিজ়েলে 55 পয়সা করে বেড়েছে ৷ এনিয়ে এক সপ্তাহেরও কম সময়ে জ্বালানির দাম 3.70 টাকা-3.75 টাকা বৃদ্ধি পেল (Petrol-Diesel Price Hike fifth time within six days in India) ৷

আজ দিল্লিতে পেট্রলের দাম 98.61 টাকা থেকে 99.11 টাকায় পৌঁছল ৷ আর ডিজ়েল 90.42 টাকা হল, যা শনিবার 89.87 প্রতি লিটার ছিল ৷ সারা দেশেই দাম বেড়েছে ৷ কিন্তু রাজ্যে করের ভিন্নতার জন্য একেক জায়গায় একেক রকম দাম কার্যকর হবে ৷

আরও পড়ুন : Petrol-Diesel Prices Hike : বৃদ্ধি অব্যাহত, আজ পেট্রল-ডিজেলের দাম বাড়ল লিটার পিছু 80 পয়সা

সাড়ে চার মাস জ্বালানির দাম অপরিবর্তিত থাকার পর 22 মার্চ থেকে দাম বাড়তে থাকে ৷ আজ পঞ্চম বার দাম বাড়ল ৷ এর আগে চারবারই প্রতি লিটারে 80 পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে ৷ যা 2017-র পর একদিনে সর্বোচ্চ ৷

10 মার্চ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষে জ্বালানির দাম বাড়তে পারে, এমনটা আশঙ্কা করা গিয়েছিল ৷ এতদিন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিক তেলের (Crude Oil) দাম বাড়লেও তেল কোম্পানিগুলি দেশের বাজারে দাম বাড়ায়নি ৷ ভোট মিটতেই জ্বালানির দাম চড়তে শুরু করেছে ৷ এনিয়ে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি মোদি সরকারের তীব্র সমালোচনা করেছে ৷ তাদের অভিযোগ, সরকার বর্ধিত জ্বালানির দামের দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details