পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বই, হায়দরাবাদের পর বেঙ্গালুরুতেও 100 ছাড়াল পেট্রলের দর - পেট্রল

এবার বেঙ্গালুরুতেও প্রতি লিটার পেট্রলের দাম 100 টাকার গণ্ডী পেরিয়ে গেল ৷ এর আগে মুম্বই এবং হায়দরাবাদেও পেট্রলের দর 100 ছাড়িয়েছিল ৷ সেই তালিকায় তৃতীয় মহানগর হিসাবে জায়গা করে নিল বেঙ্গালুরু ৷

Petrol crosses Rs 100 in Bengaluru - 3rd metro after Mumbai and Hyderabad
মুম্বই, হায়দরাবাদের পর বেঙ্গালুরুতেও 100 ছাড়াল পেট্রলের দর

By

Published : Jun 18, 2021, 6:33 PM IST

নয়াদিল্লি, 18 জুন : মুম্বই, হায়দরাবাদের পর এবার বেঙ্গালুরু ৷ শুক্রবার দক্ষিণের এই মহানগরেও একশোর গণ্ডী পেরিয়ে গেল লিটার প্রতি পেট্রলের দাম ৷ এদিন প্রতি লিটারে পেট্রলের দাম বেড়েছে 27 পয়সা ৷ পাশাপাশি, ডিজেলের দরে বৃদ্ধি হয়েছে লিটারে 28 পয়সা করে ৷ এই নিয়ে গত সাত সপ্তাহের মধ্যে 26 বার বাড়ল জ্বালানি তেলের দাম ! যা একেবারেই ঐতিহাসিক !

শুক্রবার রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রল বিকিয়েছে 96 টাকা 93 পয়সা দরে ৷ যেখানে ডিজেলের দাম ছিল লিটার পিছু 87 টাকা 69 পয়সা ৷ প্রসঙ্গত, দেশে পেট্রল, ডিজেলের দাম সব রাজ্যে সমান নয় ৷ ভ্য়াট-সহ আঞ্চলিক বিভিন্ন করের তারতম্য অনুসারেই রাজ্য ভেদে দামের এই ফারাক হয় ৷

অর্থনীতিবিদরা বলছেন, এই কারণেই এখনও পর্যন্ত দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রলের খুচরো দাম 100 টাকার গণ্ডী পেরিয়ে গিয়েছে ৷ এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ৷

এতদিন কর্নাটকের বিভিন্ন জেলাতেই 100 টাকারও বেশি দরে বিকোচ্ছিল পেট্রল ৷ শুক্রবার রাজধানী বেঙ্গালুরুও সেই তালিকায় জুড়ে গেল ৷ বর্তমানে দক্ষিণ ভারতের এই মহানগরে প্রতি লিটার পেট্রলের দাম 100 টাকা 17 পয়সা ৷ পাশাপাশি, ডিজেলের দাম 92 টাকা 97 পয়সা ৷ প্রসঙ্গত, বেঙ্গালুরু হল দেশের তৃতীয় মহানগর, যেখানে পেট্রলের দাম 100-র গণ্ডী পেরোল ৷ এর আগে গত 29 মে দেশের মহানগরগুলির মধ্যে মুম্বইয়ে প্রথম প্রতি লিটার পেট্রলের দাম 100 টাকা ছাড়িয়ে যায় ৷ বর্তমানে বাণিজ্য নগরীতে প্রতি লিটার পেট্রল কিনতে খরচ করতে হচ্ছে 103 টাকা 08 পয়সা ৷ আর প্রতি লিটার ডিজেলের জন্য দিতে হচ্ছে 95 টাকা 14 পয়সা ৷

আরও পড়ুন :মঙ্গলে অমঙ্গল, একদিন পর ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

এরপর চলতি সপ্তাহেই হায়দরাবাদেও পেট্রলের দাম 100 টাকা ছাড়িয়ে যায় ৷ যেখানে লে শহরে আগেই 100-র গণ্ডী পেরিয়েছিল পেট্রলের দর ৷ শুক্রবার সেই তালিকায় জুড়ে যায় শ্রীনগরের নামও ৷ শহরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) যে পাম্পগুলি রয়েছে, সেখানে প্রতি লিটার পেট্রলের দাম 99 টাকা 99 পয়সা ৷ কিন্তু হিন্দুস্তান পেট্রলিয়ামের (HPCL) পাম্পগুলিতে সেই দর 100 টাকা 04 পয়সা ৷

ABOUT THE AUTHOR

...view details