পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fuel Price Hike: নবমীতে কলকাতায় লিটার প্রতি পেট্রল 105.43 টাকা, ডিজেলও সেঞ্চুরি হাঁকানোর পথে

একনাগাড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ ৷ জ্বালানি সংস্থাগুলি দাম বাড়ালেও, সরকার কেন কর কমাচ্ছে না, প্রশ্ন উঠছে ৷ কিন্তু পরস্পরের কোর্টে বল ঠেলে দিচ্ছে কেন্দ্র এবং রাজ্যগুলি ৷

petrol and diesel prices rise again after a two day pause
ফের মূল্যবৃদ্ধি জ্বালানির

By

Published : Oct 14, 2021, 1:46 PM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর: মাঝে দু’দিন বিরতি নিয়ে দেশ জুড়ে ফের দাম বাড়ল পেট্রল এবং ডিজেলের ৷ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে 35 পয়সা ৷ তাতে লিটার প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হল 104 টাকা 79 পয়সা ৷ ডিজেলের দামও 35 পয়সা বাড়ানো হয়েছে ৷ ফলে এই মুহূর্তে রাজধানীতে লিটার প্রতি ডিজেলের দাম 93 টাকা 52 পয়সায় এসে ঠেকেছে ৷

দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়েও পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে 34 পয়সা এবং 37 পয়সা করে বাড়ানো হয়েছে ৷ ফলে এই মুহূর্তে সেখানে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম পড়ছে যথাক্রমে 110 টাকা 75 পয়সা এবং 101 টাকা 4 পয়সা করে ৷ কলকাতায় লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম বেড়ে যথাক্রমে 105 টাকা 43 পয়সা এবং 96 টাকা 63 পয়সা হয়েছে ৷

আরও পড়ুন: Rajasthan: মহিলা শিক্ষাকর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘মূর্খ-মন্ত্রী’ তকমা পেলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী

অন্য দিকে, মধ্যপ্রদেশে লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে 113 টাকা 37 পয়সা ৷ সেখানে 102 টাকা 66 পয়সা দাম পড়ছে লিটার প্রতি ডিজেলের ৷ চেন্নাইয়ে আবার পেট্রল এবং ডিজেলের দাম বেড়ে যথাক্রমে 102 টাকা 10 পয়সা এবং 97 টাকা 93 পয়সা হয়েছে ৷

মাঝের 12 এবং 13 অক্টোবর বাদ দিলে গত সপ্তাহ থেকেই লাগাতার পেট্রল এবং ডিজেলের দাম বাড়িয়ে চলেছে জ্বালানি সংস্থাগুলি ৷ তাতে হাত পুড়ছে সাধারণ মানুষের ৷ এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছে রাজ্যগুলির ৷

আরও পড়ুন: Manmohan Singh : মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করে টুইট প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details