নয়াদিল্লি, 23 অক্টোবর : লিটারপ্রতি পেট্রলের দাম একশোর গণ্ডি ছাড়িয়েছে আগেই ৷ গত জুলাই মাস থেকে এ রাজ্যে পেট্রলের দাম 100 পার করে গিয়েছে ৷ এবার ডিজ়েলও সেই পথে এগোচ্ছে ৷ কলকাতায় আজ লিটারপ্রতি ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 99.08 টাকা ৷ পেট্রলের দাম 107.78 ৷
আজ ফের বেড়েছে পেট্রল-ডিজ়েলের দাম ৷ সোমবার ও মঙ্গলবার জ্বালানির দাম স্থির ছিল ৷ তবে বুধবার থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ এই নিয়ে পরপর চারদিন বাড়ল পেট্রল ডিজ়েলের দাম ৷ গত 29 দিনে এই নিয়ে 23 বার ডিজ়েলের দাম বেড়েছে ৷