নয়াদিল্লি, 17 অক্টোবর : আজ ফের দাম বাড়ল পেট্রল, ডিজেলের ৷ তেল কোম্পানিগুলি আজ ফের 34 পয়সা থেকে 35 পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছে ৷ এ নিয়ে শুধুমাত্র অক্টোবরে পেট্রলের দাম 4 টাকা 10 পয়সা এবং ডিজেলের দাম 4টাকা 35 পয়সা বৃদ্ধি পেল ৷
আজ দিল্লিতে পেট্রলের দাম হল 105.84 টাকা/লিটার আর ডিজেলের দাম 94.57 টাকা/লিটার ৷ মুম্বইয়ে পেট্রলের দাম 111.77 টাকা/লিটার আর ডিজেলের দাম 102.52 টাকা ৷
দেশের 4টি মেট্রো শহরে জ্বালানির দাম
পেট্রলের দাম
দিল্লি - 105.84 টাকা/লিটার
মুম্বই - 111.77 টাকা/লিটার
কলকাতা - 106.45 টাকা/লিটার
চেন্নাই - 103.05 টাকা/লিটার
ডিজেলের দাম
দিল্লি - 94.57 টাকা /লিটার
মুম্বই - 102.52 টাকা /লিটার
কলকাতা - 97.88টাকা/লিটার
চেন্নাই - 98.82 টাকা /লিটার
আরও পড়ুন : Fuel Price Hike : টানা তিনদিনের দর বৃদ্ধিতে আরও মহার্ঘ পেট্রল-ডিজেল
আজ এ নিয়ে পরপর চতুর্থ দিন দাম বাড়ল জ্বালানির ৷ দেশের বেশির ভাগ জায়গায় পেট্রলের দাম 100 টাকার বেশি হয়ে গিয়েছে ৷ মধ্য প্রদেশ, রাজস্থান, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিশগড় আর বিহারে ডিজেলের দাম 100টাকা/লিটারে পৌঁছেছে ৷
কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী (Union Petroleum & Natural Gas Minister) হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) গতকাল দিল্লিতে একটি অনুষ্ঠানে জানান যে, কোভিড-পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমানে পেট্রল ও ডিজেলের ব্যবহার যথাক্রমে 10-15% এবং 6-10% বেড়েছে ৷ তিনি বলেন, "আমি দামের বিষয়ে কিছু বলব না ৷ আমরা দামে স্থিরতা আনার চেষ্টা করছি ৷"
এসএমএস-র (SMS) মাধ্যমে নিজের শহরে পেট্রল ও ডিজেলের সাম্প্রতিক দাম জেনে নিন
জ্বালানির দাম জানতে 'ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড'-এর (Indian Oil Corporation Ltd) গ্রাহককে আরএসপি কোড (RSP Code) লিখে 92249 92249-এ পাঠান ৷