পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pegasus Spyware : পেগাসাস মামলায় সিট গঠনে আর্জিতে সুপ্রিম কোর্টে পিটিশন - Petition to the Supreme Court seeking seat formation in the Pegasus case

পেগাসাস স্পাইওয়্যার চরবৃত্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা পড়ল ৷ আইনজীবী এমএল শর্মা পিটিশনে দাবি করেছেন, শীর্ষ আদালতের অধীনে সিট গঠন করে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক ৷ পাশাপাশি এই স্পাইওয়্যার কেনা বেআইনি এবং সংবিধান বিরোধী ঘোষণা করার দাবি জানানো হয়েছে পিটিশনে ৷

পেগেসাস মামলায় সিট গঠনে আর্জি
পেগেসাস মামলায় সিট গঠনে আর্জি

By

Published : Jul 22, 2021, 2:20 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই : ইজ়রায়েলি স্পাইওয়্যার পেগাসাস (Pegasus Spyware) সংক্রান্ত মামলায় আদালত নিয়ন্ত্রিত বিশেষ তদন্ত দল এসআইটি (Special Investigation Team- SIT) গঠনের আর্জিতে পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ৷ আইনজীবী এমএল শর্মা এই পিটিশন জমা করেছেন ৷ তিনি জানান, দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং নিরাপত্তার উপর আঘাত হেনেছে এই পেগাসাস স্পাইওয়্যার ৷ বিষয়টি মারাত্মক ৷ এই ধরনের নজরদারি নৈতিক বিকৃতির পরিচয় ৷

পিটিশনে বলা হয়েছে, পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহারে শুধু ফোন হ্যাক করা হচ্ছে তা নয়, যাঁর ফোন হ্যাক করা হচ্ছে তাঁর সঙ্গে যুক্ত বাকিদের নিরাপত্তাও প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় ৷ ক্লায়েন্ট কোম্পানি এনএসও গ্রুপ (NSO Group) প্রায় পঞ্চাশ হাজার ফোন নম্বর 2016 সাল নাগাদ থেকে টার্গেট তালিকায় রেখেছে ৷ পেগাসাস শুধু নজরদারিই চালায় না, এটি এক প্রকারের সাইবার-অস্ত্র যেটা ভারতীয় রাজনীতির উপর ক্ষেপণ করা হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত এনিয়ে কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি, তবে যদি ধরেও নেওয়া হয় যে পেগাসাসের ব্যবহারের ক্ষেত্রে সরকারি স্বীকৃত দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও তা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তা ঝুঁকিপূর্ণ ৷

শীর্ষ আদালতের অধীনে সিট গঠন করে এই চরবৃত্তির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে পিটিশনে ৷ পাশাপাশি পেগাসাস স্পাইওয়্যার কেনাটা বেআইনি এবং সংবিধান বিরোধী ঘোষণা করার দাবিও জানানো হয়েছে সংশ্লিষ্ট পিটিশনে ৷

আরও পড়ুন : পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ, মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন

ABOUT THE AUTHOR

...view details