জামনগর (গুজরাত), 8 জানুয়ারি: জামনগরে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য (Person Killed his Wife and Daughter at Jamnagar Gujarat) ৷ জামনগর শহরের লালপুর-থেবা চৌকদি বাইপাসের মাঝের শুনশান এলাকায় শনিবার রাতে মিলল মা ও মেয়ের দেহ (Double Murder at Jamnagar Gujarat) ৷ রক্তাক্ত অবস্থায় দেহ দু'টি উদ্ধারে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে ৷ খুন অনুমান করে পুলিশ মৃত মহিলার স্বামীকে সন্দেহবশত আটক করে থানায় নিয়ে যায় ৷ এরপরই জেরায় স্ত্রী ও মেয়েকে গলা কেটে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত ৷
জামনগরের লালপুর চকের কাছে হোটেল টেনের পিছনে মৃতদেহ মেলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ দেহ দু'টি দেখতে পেয়ে এক পথচারীই পুলিশে খবর দেন বলে জানা গিয়েছে ৷ এরপর পঞ্চকোশী বি ডিভিশনের পাশাপাশি এলসিবি পুলিশ ও সিটি ডিভিশনের পুলিশ ঘটনাস্থলে হাজির হয় ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে 30 বছর বয়সি মৃত ওই মহিলার নাম শাবানা ও সঙ্গে তাঁর এক-দেড় বছরের মেয়ে রুবিনা ৷ এর মধ্যে শাবানার গলা কাটা অবস্থায় ছিল ৷ মা ও মেয়ে দু'জনেরই দেহ উদ্ধার করে জামনগর সরকারি জিজি হাসপাতালে পাঠায় পুলিশ ৷
আরও পড়ুন :পাওনা টাকা ফেরত চাওয়ায় জেঠিমাকে গলা টিপে খুন, ধৃত গৃহশিক্ষক