কোহিমা, 17 ডিসেম্বর : সেনার গুলিতে 14 জন সাধারণ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে মিছিল হল নাগাল্যান্ডে ৷ শুক্রবার ওই মিছিল থেকে নিহতদের সুবিচারের দাবি উঠেছে ৷ পাশাপাশি আফস্পা প্রত্যাহারের দাবিতেও সরব হয়েছেন বিক্ষোভকারীরা (Peoples Rally at kohima nagaland demanding justice for victims repeal AFSPA) ৷
নাগাল্যান্ডের রাজধানী কোহিমার ওল্ড এমএলএ জংশন থেকে রাজভবন পর্যন্ত এই ‘পিপলস ব়্যালি’ হয় ৷ শেষে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে মিছিলে অংশগ্রহণকারীদের এক প্রতিনিধিদল ৷ তারা সেখানে রাজ্যপাল জগদীশ মুখীর কাছে স্মারকলিপি জমা দেয় ৷
ডিসেম্বরের চার ও পাঁচ তারিখ সেনার গুলিতে 14 জন সাধারণ নাগা নাগরিকের মৃত্যু হয় নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে (Nagaland Firing) ৷ এর প্রতিবাদ হয়েছে দেশজুড়ে ৷ এদিন সেই নিয়েই মিছিলের আয়োজন করেছিল নাগা স্টুডেন্টস ফেডারেশন বা এনএসএফ ৷ ওই মিছিলে যোগদান করে আরও একাধিক ছাত্র সংগঠন ৷