পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পদ্ম সম্মানের জন্য প্রতিভাধরদের বেছে নিন, দেশবাসীকে আহ্বান মোদির

পদ্ম পুরস্কারের (Padma Awards) জন্য প্রতিভাধরদের নাম মনোনয়নের জন্য জনগণের (People's Padma) কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ টুইট করে তিনি জানিয়েছেন, 15 সেপ্টেম্বর পর্যন্ত পাঠানো যাবে মনোনয়ন ৷

'People's Padma': PM Narendra Modi calls for nominating those working at the grassroots for padma awards
পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন পাঠান, জনগণের কাছে আর্জি মোদির

By

Published : Jul 11, 2021, 3:47 PM IST

নয়াদিল্লি, 11 জুলাই : জনগণকে পদ্ম পুরস্কারের (Padma Awards) জন্য নাম মনোনয়ন করতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর কথায়, এই পুরস্কার হল 'জনগণের পদ্ম' ৷ টুইট করে নাম মনোনয়নের আর্জি জানিয়েছেন নমো ৷ আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠাতে বলা হয়েছে ৷ এই পোস্টে পিপলস পদ্ম (People's Padma) হ্যাশট্যাগ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী ৷

রবিবার টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, "ভারতে বহু প্রতিভাধর মানুষ রয়েছেন ৷ যাঁরা তৃণমূল স্তরে ব্যতিক্রমী কাজ করে চলেছেন ৷ প্রায়ই আমরা তাঁদের সম্পর্কে বেশি কিছু শুনি না বা তাঁদের দেখতেও পাই না ৷ আপনারা কি এ ধরনের কোনও অনুপ্রেরণাদায়ক মানুষের কথা জানেন ? আপনি তাঁদের জনগণের পদ্মের জন্য মনোনীত করতে পারেন ৷ 15 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পাঠানো যাবে ৷"

আরও পড়ুন:"মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স" তত্ত্ব উধাও, করোনা পরিস্থিতিতেও মন্ত্রিসভা সম্প্রসারণ

তৃণমূল স্তরে কাজ করছেন, এমন মানুষদের চিহ্নিত করতে নয়া উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ যাঁদের প্রতিভা ও কাজ স্বীকৃতির দাবি রাখে, তাঁদের খুঁজে বের করার জন্য কেন্দ্র, রাজ্যের সব মন্ত্রী এবং পুরস্কারপ্রাপকদের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যে অজানা অচেনা নায়করা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, তাঁদের সম্পর্কে জানুন - জানুয়ারি মাসে এ বছরের প্রথম 'মন কি বাত' অনুষ্ঠানে মানুষের কাছে এই আর্জিই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি পদ্ম পুরস্কার ওয়েবসাইটের লিংকও পোস্ট করেছিলেন ৷ যাতে দেশবাসী তাঁদের মনোনয়ন পাঠাতে পারেন ৷ সরকারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে ৷ নিজেকে মনোনয়ন দেওয়ার পথও খোলা রেখেছে কেন্দ্র ৷

আরও পড়ুন:মোদি ক্যাবিনেটে স্বল্পশিক্ষিত নিশীথ, সবথেকে বেশি মামলায় অভিযুক্ত বার্লা

পদ্ম বিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী হল অসামরিক ক্ষেত্রে দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কার ৷ 1954 সাল থেকে নানা অবদানের জন্য দেশের নাগরিকদের এই পুরস্কার দেওয়া হচ্ছে ৷ প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details