নয়াদিল্লি, 11 মে:এবি ও বি গ্রুপের রক্ত যাঁদের, তাঁদের কোভিড 19-এ সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি ৷ কাউন্সিল অফ সায়ান্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে প্রকাশিত একটি গবেষণা পত্রে এমনটাই দাবি করা হয়েছে ৷ সেখানে আরও বলা হয়েছে যে, ও গ্রুপের রক্ত যাঁদের তাঁরা সবচেয়ে কম করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ আর হলেও তাঁদের মধ্য়ে সামান্য উপসর্গ দেখা দিচ্ছে বা তাঁরা উপসর্গহীন হচ্ছেন ৷
সিএসআইআর-এর করা সেরোপজ়িটিভিটি সমীক্ষার ভিত্তিতে এই গবেষণা পত্র প্রকাশ করা হয়েছে ৷ সেখানে দাবি করা হয়েছে, যাঁরা নিরামিষাশী তাঁদের থেকে যাঁরা মাংস খান তাঁদের কোভিড 19 হওয়ার ঝুঁকি বেশি ৷ নিরামিষ খাবার অধিক ফাইবারযুক্ত হওয়ায় তা কোভিড প্রতিরোধে বেশি সক্ষম ৷ ফাইবার সমৃদ্ধ ডায়েট কোভিড প্রতিরোধের পাশাপাশি কোভিডে আক্রান্ত হওয়ার পরেও শরীরের পক্ষে অত্যন্ত উপকারী ৷ এটি কোভিড থেকে সেরে ওঠার পর শরীরের অন্যান্য সমস্যা থেকেও রক্ষা করে রোগীকে ৷ দেশজুড়ে প্রায় 10 হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করে এই গবেষণা পত্র প্রকাশ করেছেন 140 জন ডাক্তারের একটি দল ৷