পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার আয়ুর্বেদিক ওষুধের জন্য অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপটনামের রাস্তায় মানুষের ঢল - করোনা ভাইরাস

বিপুল সংখ্যক মানুষ সেখানে একসঙ্গে উপস্থিত হওয়ায় ছোটখাটো আশান্তিরও সূত্রপাত হয়েছিল ৷ অন্যদিকে কর্তৃপক্ষের তরফ থেকে ওষুধ বিতরণের কোনও রকম নির্দেশিকা ছিল না ৷ পরে বিশৃঙ্খল পরিস্থিতিতেই শুরু হয় ওষুধ বিতরণের কাজ ৷ যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে ৷

করোনার আয়ুর্বেদিক ওষুধের জন্য অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপটনামের রাস্তায় মানুষের ঢল
করোনার আয়ুর্বেদিক ওষুধের জন্য অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপটনামের রাস্তায় মানুষের ঢল

By

Published : May 21, 2021, 9:58 PM IST

অন্ধ্র প্রদেশ, 21মে :অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় করোনা চিকিৎসার জন্য আয়ুর্বেদিক ওষুধের চাহিদা ক্রমশ বাড়ছে ৷ আননধায়া (anandhayya) নামের একটি সংস্থা এই ওষুধ করোনা উপশমের জন্য জেলার মানুষদের বিলি করছে ৷ বিধায়ক কাকানী গোবরধন ঘোষণা করেন, এই ওষুধ কৃষ্ণপটনাম থেকে শুরু করে নেল্লোরসহ চারপাশের হাজার হাজার মানুষকে দেওয়া হবে ৷ ঘোষণার পরই এই এলাকা থেকে লোকজন ওষুধ সংগ্রহ করতে বেরিয়ে পরেন ৷ ফলে দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা জুড়ে ব্যাপক যানযটের সৃষ্টি হয় ৷

জানা গিয়েছে, বিপুল সংখ্যক মানুষ সেখানে একসঙ্গে উপস্থিত হওয়ায় ছোটখাটো আশান্তিরও সূত্রপাত হয়েছিল ৷ অন্যদিকে কর্তৃপক্ষের তরফ থেকে ওষুধ বিতরণের কোনও রকম নির্দেশিকা ছিল না ৷ পরে বিশৃঙ্খল পরিস্থিতিতেই শুরু হয় ওষুধ বিতরণের কাজ ৷ যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে ৷ এরপর পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়, আজ ওষুধ বিতরণের কাজ স্থগিত রাখা হয়েছে ৷ ফলে ওষুধ নিতে মানুষরা হতাশার সঙ্গে বাড়ি ফিরে যান ৷

মুখ্যমন্ত্রী জগন এই ঘটনা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে ৷ এই আয়ুর্বেদিক ওষুধ আদৌ বিতরণযোগ্য কিনা তা খতিয়ে দেখবেন তিনি ৷ মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন ৷ তিনি এই ওষুধটির ফার্মাকোলজি কী এবং এটি কীভাবে কাজ করে তা দেখতে চান ৷ এরপরই এই ওষুধ বিতরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ যদি এই আয়ুর্বেদিক ওষুধ বিতরণের অনুমতি মেলে তবে মুখ্যমন্ত্রী জগন এই ওষুধ কীভাবে বিতরণ হবে সেই সম্পর্কে আলোচনা করবেন ৷

আরও পড়ুন :রাজস্থানে 50 শয্যার নতুন হাসপাতাল তৈরি করল সেনাবাহিনী

বেশকিছু বছর ধরেই আননধায়া নানা জরিবুটি দিয়ে আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে আসছে ৷ সম্প্রতি করোনা নিরাময়ের জন্যও ওষুধ তৈরি করেছে তারা ৷ এই ওষুধে রয়েছে, আদা, খেজুর গুড়, মধু, কালোজিরা, লেজ মরিচ, পট্টা, লবঙ্গ, নিম পাতা, জাভা বরইয়ের কান্ড, আমের কান্ড, আমলা, হায়াসিন্থ পাতা (কোন্দাপালেরু কায়ালু), বুদ্ধা বুড়াস পাতা, পিপিন্তা পাতা, ক্যালোট্রপিস প্রসেরা, ফুলের কুঁড়ি, কাঁটা বেগুনের মতো উপকরণ ৷

ABOUT THE AUTHOR

...view details