নয়াদিল্লি, 29 অগস্ট: বিশ্বের সবচেয়ে দূষিত শহর হল দিল্লি ৷ আর এই দূষণের ফলেই প্রায় 12 বছর আয়ু কমে যেতে পারে রাজধানীর বাসিন্দাদের ৷ এমনই ভয়ংকর তথ্য উঠে এসেছে নতুন এক সমীক্ষায় ৷ যাতে বলা হয়েছে, দিল্লিতে যে হারে দূষণের মাত্রা বাড়ছে, তাতে কুয়াশার ঘন চাদরে ঢাকছে শহর ৷ যদি দূষণের মাত্রা এরকমই অব্যাহত থাকে তাহলে তাদের জীবনের বেশ কয়েকটি বছর হারাবে বাসিন্দারা ৷
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের তরফে প্রকাশিত করা হয়েছে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স ৷ এতে দেখা গিয়েছে, ভারতের 130 কোটিরও বেশি মানুষ এমন এলাকায় বসবাস করে যেখানে বার্ষিক গড় দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত করে দেওয়া 5 µg/m3 সীমা অতিক্রম করে । পাশাপাশি দেশের জনসংখ্যার 67.4 শতাংশ মানুষ এমন এলাকায় বাস করে যেখানে দূষণ দেশের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের অর্থাৎ 40 µg/m3 সীমা অতিক্রম করে । সমীক্ষায় বলা হয়েছে, বায়ুদূষণ (PM2.5) একজন ভারতীয়ের গড় আয়ু 5 বছর 3 মাস কমিয়ে দেয় ৷
এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে জানানো হয়েছে, দিল্লি হল বিশ্বের সবচেয়ে দূষিত শহর ৷ এখানকার 18 মিলিয়ন বাসিন্দাদের গড় আয়ু 11 বছর 9 মাস কমে যেতে পারে ৷ বর্তমান দূষণের মাত্রা অব্যাহত থাকলে জাতীয় নির্দেশিকা অনুসারে তারা জীবনের 8 বছর 5 মাস হারাতে পারে । এমনকী ওই অঞ্চলের সর্বনিম্ন দূষিত জেলা হল পঞ্জাবের পাঠানকোটের বাতাসে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার সাত গুণেরও বেশি ৷ এই মাত্রা অব্যাহত থাকলে বাসিন্দাদের আয়ু 3 বছর 1 মাস কমে যেতে পারে ৷