পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP Wins in Uttar Pradesh : মোদি-যোগীর উপর আস্থা রেখে উত্তর দিল উত্তরপ্রদেশ

পাঁচ রাজ্যের বিধানসভার ফল ঘোষণা হল বৃহস্পতিবার (Five States Assembly Poll Results 2022) ৷ চার রাজ্যের সরকার গঠন করতে চলেছে বিজেপি ৷ উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের উপর ভরসা রাখলেন উত্তর প্রদেশের মানুষ (People of UP Voted for Modi-Yogi) ৷

people-of-up-voted-for-modi-yogi
BJP Wins in Uttar Pradesh : মোদি-যোগীর উপর আস্থা রেখে উত্তর দিল উত্তরপ্রদেশ

By

Published : Mar 10, 2022, 6:55 PM IST

নয়াদিল্লি, 10 মার্চ : উত্তর দিল উত্তরপ্রদেশ (Uttar Pradesh Assembly Poll Results 2022) ৷ মোদি-যোগীর বিজেপির উপরই আস্থা রাখলেন হিন্দি বলয়ের এই রাজ্যের ভোটাররা ৷ বেশ কয়েকটি রেকর্ড করে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷

যদিও তাঁর এই জয় গতবারের মতো মসৃণ নয় ৷ 2017 সালে বিজেপি তিনশোর বেশি আসনে জিতে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল ৷ প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টিকে মাত্র 52-তে আটকাতে সক্ষম হয়েছিল গেরুয়া শিবির ৷ এবার অবশ্য তা হয়নি ৷ বরং অখিলেশ যাদবের দল 100-র বেশি আসনে জিতেছে ৷

উত্তরপ্রদেশে গত পাঁচ বছরে যোগী-রাজে একাধিক অভিযোগ উঠেছে ৷ অভিযুক্তদের ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা থেকে হাথরস-উন্নাওয়ে ধর্ষণের অভিযোগও বারবার অস্বস্তিতে ফেলেছে যোগী সরকারকে ৷ তাছাড়া মেরুকরণের অভিযোগ উঠেছে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ৷ কোভিড-কালে গঙ্গায় মৃতদেহ ভাসা নিয়ে সমালোচনা কম হয়নি ৷

ইভিএম খোলার পর দেখা গেল, এসবের কোনওটাই খুব বেশি প্রভাব ফেলেনি উত্তর প্রদেশের মানুষের মনে ৷ ফলে উত্তর প্রদেশে বিজয়রথ অব্যাহত থেকেছে ৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পাঁচ বছরের সরকারের বিরুদ্ধে মানুষের মনে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, তার প্রভাব ভোটে অবশ্যই দেখা গিয়েছে ৷ সেই কারণে বিজেপি ও তার জোট সঙ্গীদের আসন অন্তত 60টি কমে গিয়েছে ৷ তার লাভ পেয়েছেন অখিলেশ যাদব (Samajwadi Party Leader Akhilesh Yadav) ৷

কিন্তু অখিলেশের পাঁচ বছরের শাসনে যে যে অভিযোগগুলি উঠেছিল, সেগুলি থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি উত্তর প্রদেশের মানুষ ৷ সেই কারণে অখিলেশ এবারও বিরোধী আসনেই থেকে গেলেন ৷ রাজনৈতিক মহলের অন্য একটি মহল থেকে এমনটাই দাবি করা হয়েছে ৷

রাজনৈতিক মহলের ওই অংশের দাবি, বিজেপির জয়ের একাধিক কারণ রয়েছে ৷ যোগী আদিত্যনাথ ও বিজেপি উন্নয়নের কথা মানুষকে বোঝাতে পেরেছে ৷ পাশাপাশি অখিলেশের সময়ে মাফিয়ারাজ চলেছে বলে বারবার অভিযোগ করেছে বিজেপি ৷ অখিলেশ ফিরলে সেই সময় ফিরতে পারে বলে আশঙ্কা করেই মানুষ বিজেপির পাশে থেকেছে বলে রাজনৈতিক মহলের মত ৷

এছাড়া রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের বিধানসভা ভোটে মোদি (Prime Minister Narendra Modi) ফ্যাক্টরও সমানভাবে বিজেপির পক্ষে কাজ করেছে ৷ সেই ফ্যাক্টর উত্তরপ্রদেশ-সহ উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে কাজ করেছে ৷ তাই এই রাজ্যগুলিতে জিতেছে বিজেপি ৷ কিন্তু পঞ্জাবে কাজ করেনি সেই ফ্যাক্টর ৷ ফলে সেখানে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন :Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

ABOUT THE AUTHOR

...view details