তমলুক, 5 ডিসেম্বর : তমলুক রেল স্টেশন লাগোয়া কাপাসবেড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি একটি লেভেল ক্রসিংয়ের ৷ কারণ কোনও লেভেল ক্রসিং না থাকায় কার্যত প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীকে ৷ রবিবার সকালে ফের একবার এই অঞ্চলে দু্র্ঘটনার মুখে পড়ে একটি প্রাইভেট গাড়ি ৷ যদিও অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ৷
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবিবার সকালে তমলুক স্টেশনের কাছেই কাপাসবেড়িয়া এলাকায় একটি প্রাইভেট গাড়ি লাইন পারাপার করার সময় লাইনে আটকে যায় ৷ ঠিক এইসময় অপর দিক থেকে আসছিল হলদিয়া থেকে পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন ৷ গাড়ির চালক গাড়ি থেকে নেমে ট্রেনের দিকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করলেও ট্রেনটির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ ফলে ট্রেনটি সোজাসুজি এসে প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় 600 মিটার দূরে নিয়ে গিয়ে ফেলে দেয় ৷ অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ৷