জয়পুর, 12 অক্টোবর: প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠান থাকায় নির্বাচন কমিশন রাজস্থানে ভোটের নতুন দিন ঘোষণা করায় খুশি রাজ্যবাসী ৷ সকলেই কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ বিশেষ করে ব্যবসায়ী ও পূজার্চনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি এদিন যাদের বিয়ে ছিল সেই পরিবারগুলো স্বস্তি পেয়েছে ৷ 23 নভেম্বর দেব উথানি একাদশী রয়েছে ৷ সেই কারণে নয়া নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 25 নভেম্বর ৷ এই বিষয়ে রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়া হয় ৷
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তের মতে, 23 নভেম্বর নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করার পর তিনি অনেক জায়গা থেকে অভিযোগ পেয়েছিলেন ৷ রাজ্যের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলিও এই বিষয়ে তাদের মতামত জানিয়েছিল ৷ তারপর নির্বাচন বিভাগ এই অভিযোগগুলি নির্বাচন কমিশনে পাঠায় ৷ এর ভিত্তিতেই রাজ্যে নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসে একাদশী উপলক্ষে দেবতারা ঘুমের পর জেগে ওঠেন । এই দিনটিকে ধর্মীয় বিশ্বাসের পরিপ্রেক্ষিতে শুভ কাজের জন্য একটি শুভ সময় হিসাবে দেখা হয় । একটি নতুন বাড়িতে প্রবেশ করা এবং একটি নতুন গাড়ি কেনা ছাড়াও, এটি হল বিবাহের অবর্ণনীয় শুভ সময় । এই উপলক্ষে রাজস্থানে বড় আকারের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় । এমতাবস্থায় যদি তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হয়, তাহলে ভোটের শতাংশে এর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে । তাছাড়াও বিয়েতে লাখো লাখো মানুষ উপস্থিত হলে গণতন্ত্রের মহান উৎসব নির্বাচনে তারা অংশগ্রহণ থেকে বঞ্চিত হত ।