পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajasthan Assembly Polls 2023: ভোটের দিন বদলানোয় খুশি রাজস্থান, কেন এদিন রয়েছে 50 হাজারেরও বেশি বিয়ে

দেব উথানি একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে রাজস্থানে ৷ যে কারণে এদিন প্রচুর বিয়ের পাশাপাশি অন্যান্য শুভ অনুষ্ঠান রয়েছে ৷ কিন্তু জানেন কি, রাজস্থানের মানুষ কেন এই দেব উথানি একাদশীকেই শুভদিন হিসেবে বেছে নেন ?

Etv Bharat
ভোটের দিন বদলানোয় খুশি রাজস্থান

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 10:11 PM IST

জয়পুর, 12 অক্টোবর: প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠান থাকায় নির্বাচন কমিশন রাজস্থানে ভোটের নতুন দিন ঘোষণা করায় খুশি রাজ্যবাসী ৷ সকলেই কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ বিশেষ করে ব্যবসায়ী ও পূজার্চনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি এদিন যাদের বিয়ে ছিল সেই পরিবারগুলো স্বস্তি পেয়েছে ৷ 23 নভেম্বর দেব উথানি একাদশী রয়েছে ৷ সেই কারণে নয়া নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 25 নভেম্বর ৷ এই বিষয়ে রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়া হয় ৷

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তের মতে, 23 নভেম্বর নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করার পর তিনি অনেক জায়গা থেকে অভিযোগ পেয়েছিলেন ৷ রাজ্যের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলিও এই বিষয়ে তাদের মতামত জানিয়েছিল ৷ তারপর নির্বাচন বিভাগ এই অভিযোগগুলি নির্বাচন কমিশনে পাঠায় ৷ এর ভিত্তিতেই রাজ্যে নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসে একাদশী উপলক্ষে দেবতারা ঘুমের পর জেগে ওঠেন । এই দিনটিকে ধর্মীয় বিশ্বাসের পরিপ্রেক্ষিতে শুভ কাজের জন্য একটি শুভ সময় হিসাবে দেখা হয় । একটি নতুন বাড়িতে প্রবেশ করা এবং একটি নতুন গাড়ি কেনা ছাড়াও, এটি হল বিবাহের অবর্ণনীয় শুভ সময় । এই উপলক্ষে রাজস্থানে বড় আকারের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় । এমতাবস্থায় যদি তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হয়, তাহলে ভোটের শতাংশে এর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে । তাছাড়াও বিয়েতে লাখো লাখো মানুষ উপস্থিত হলে গণতন্ত্রের মহান উৎসব নির্বাচনে তারা অংশগ্রহণ থেকে বঞ্চিত হত ।

প্যান্ডেল এবং খাবারের ব্যবসার সঙ্গে জড়িত শের সিংয়ের মতে, রাজ্যজুড়ে বেশিরভাগ বিয়ে দেব উথানি একাদশীর শুভ সময়ে হয় । 2022 সালের তথ্য অনুযায়ী, এ বছরও 23 নভেম্বর প্রায় 50 হাজার বিয়ে হতে চলেছে । শুধু রাজধানী জয়পুরেই প্রায় 20 হাজার বিয়ে আছে ।

অল ইন্ডিয়া টেন্ট ডেকোর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রবি জিন্দাল বলেন, "নির্বাচন ও বিয়ের দিন যদি একইসঙ্গে অনুষ্ঠিত হয়, তাহলে উভয় কাজই ক্ষতিগ্রস্ত হবে । মিষ্টান্ন ব্যবসায়ী, বিয়ের প্রস্তুতির সঙ্গে জড়িত শ্রমিক, সাজসজ্জা, ক্যাটারিং ও ফুলের ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা, ব্যান্ড প্রস্তুতকারী এবং বিউটি পার্লারের কাজকরা সকলেই ভোটের মধ্যে তাদের কাজ করতে সমস্যায় পড়বেন । এজন্য সোশাল মিডিয়া এবং বিশেষ করে নির্বাচন কমিশনে বিপুল সংখ্যক মানুষ তাদের অভিযোগ পাঠিয়েছিলেন ।"

দেব উথানি একাদশীতে রাজ্যে বিয়ে সংক্রান্ত ব্যবসা হয় আনুমানিক 1 হাজার কোটি টাকারও বেশি । এই পরিস্থিতিতে, যদি একই তারিখে বিয়ে এবং ভোট অনুষ্ঠিত হয়, তবে বিবাহের ব্যয় আনুমানিক 200 কোটি টাকা বেড়ে যেত । ইভেন্ট ম্যানেজার বিক্রম পারেকের মতে, এমন পরিস্থিতিতে শ্রমিক ও যানবাহনের ব্যবস্থা করার জন্য অতিরিক্ত বাজেট ব্যয় হওয়ার সম্ভাবনা ছিল । বাজার বন্ধ হয়ে গেলে কেনাবেচার উপর প্রভাব পড়ত । তাই নির্বাচনের দিন বদলানোর ফলে সকলেরই সুবিধা হল ৷

আরও পড়ুন : রাজস্থানে বিয়ের জন্য ভোটের দিন বদল ! নতুন তারিখ জানাল কমিশন

ABOUT THE AUTHOR

...view details